Advertisement
বিদেশ

গুরুদ্বারে গেলেন পাকিস্তানের বিখ্যাত মৌলানা, সমালোচনায় মুখর মুসলিমরা

বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রখ্যাত মৌলানা তারিক জামিল। দিন কয়েক আগে ওই মৌলানা কর্তারপুরে অবস্থিত একটি গুরুদ্বারায় গিয়েছিলেন। তারপর থেকেই এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের মুসলিম সম্প্রদায় নিজেদের ক্ষোভ ব্যক্ত করছেন। এমনকি তালিবান সমর্থকরাও কড়া ভাষায় সমালোচনা করেছেন ওই মৌলানার।

জানা গিয়েছে, গত শনিবার ওই মৌলানা তারিক জামিল পাকিস্তানের পাঞ্জাবের কর্তারপুরে দরবার সাহেব গুরুদ্বারায় গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ধর্ম জগতের আরও বেশ কিছু মানুষ। তাঁদের স্বাগত জানান ওই গুরুদ্বারায় প্রধান গোবিন্দ সিং, পাঞ্জাবের বিধায়ক সর্দার রমেশ সিং সহ আরও অনেকে। গুরুদ্বারায় পৌঁছে তারিক জামিল বলেন, গুরু নানকদেব মানবতা এবং ভাতৃত্ববোধের আদর্শে বিশ্বাসী ছিলেন।

ওই মৌলানার সম্মানে শিখদের পবিত্র কৃপাণ উপহার হিসাবে দেওয়া হয় তাঁকে। তারিক জামিল গুরুদ্বারায় উপস্থিত সকল শ্রদ্ধালুদের সঙ্গেও কথা বলেন। তিনি এদিন বলেন কর্তারপুর করিডর একটি শান্তির জায়গা। পাকিস্তানের সংখ্যালঘুরা এখানে এসেই শান্তির নিশ্বাস নিতে পারেন।

তারিক জামিল গুরুদ্বারায় ভ্রমণের ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। তারপরই তাঁর এই কর্মকাণ্ডের কড়া সমালোচনা শুরু হয়। পাকিস্তানিরা ছাড়াও তাঁর সমালোচনায় সামিল হয় তালিবান সমর্থকরাও। এক ব্যক্তি বলেন সুফি দরগায় জেতে বারণ করেন তারিক জামাল। কিন্তু উনি নিজেই এখন গুরুদ্বারে ঘুরে আসছেন।

আরেক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তারিক জামিলের উদ্দেশ্যে লেখেন, ‘আপনি অমুসলিম ধর্মের ধর্মস্থানে হাজির হচ্ছেন। তাদের আচার-আচরণ পালন করছেন। তাদের পোশাক পরছেন। কিন্তু আপনি তো একেশ্বরবাদী। তাহলে এই দ্বিচারিতা কেন?’

এক ব্যক্তি আবার বিক্ষুব্ধ হয়ে বলেন, ‘এই মওলানা না কোনওদিন পয়গম্বরের কথা বলেন,না এই জাতীয় কোনও বিষয় নিয়ে কোনও মন্তব্য করেন। এক তালিবানি সমর্থক বলেন,’আফগানিস্তানে ভারতের নাম মুখে আনলেই তাকে মুসলিম ছাড়তে নির্দেশ দেওয়া হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.