Advertisement
বিদেশ

মৃত্যু গ্যালারিতে!মেসিদের খেলা চলাকালীন পড়ে গিয়ে আর উঠলেন না সাংবাদিক, খুনের অভিযোগ

আমেরিকার এক সাংবাদিকের কাতারে ফুটবল বিশ্বকাপ কভার করতে গিয়ে মৃত্যু হল। তিনি শনিবার হঠাৎ মেসিদের খেলা চলাকালীন পড়ে যান। তারপর তিনি আর ওঠেননি সাংবাদিকের এরকম মৃত্যু ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

মৃত সাংবাদিকের নাম গ্র্যান্ট ওয়াহল।  তিনি আমেরিকার একজন অন্যতম জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ছিলেন।শনিবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ কভার করতে তিনি ছিলেন কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামের গ্যালারিতে।  তার মৃত্যু নিয়ে বিতর্কের যা কারণ হলো, তিনি কিছুদিন আগে পুলিশের হাতে ধরা পড়েছিলেন।রামধনু রঙের পোশাক পরে এলজিবিটিকিউ কমিউনিটির প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি। তার পর তাঁকে আটক করা হয়। তার কিছু দিনের মধ্যেই এই মৃত্যু।

৪৮ বছর বয়স হয়েছিল তার মৃত্যু কালীন।তিনি কাতারের আহমদ বিন আলি স্টেডিয়ামে গিয়েছিলেন রামধনু পোশাক পরে আমেরিকা এবং ওয়েলসের খেলা দেখতে। অভিযোগ থাকে সেদিন স্টেডিয়ামে ঢুকতে দেয়া হয়নি। নিষিদ্ধ কাতারে সম লিঙ্গ বিবাহ।সাংবাদিক টুইট করে জানিয়েছিলেন, পোশাকের কারণে তাঁর ফোন কেড়ে নেওয়া হয়।

কাতারে সরকারের বিরুদ্ধে গ্র্যান্টের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে।তাঁর ভাই ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে বলেছেন, ‘‘আমার নাম এরিক ওয়াহল, আমি গ্র্যান্টের ভাই। আমি সমকামী। আমার জন্যই গ্র্যান্ট রামধনু রঙের পোশাক পরেছিল। আমার দাদা সুস্থ ছিল। ও আমাকে জানিয়েছিল, ওকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি না, ও এমনি এমনি মরে গিয়েছে। আমার মনে হয় ওকে খুন করা হয়েছে। সাহায্যের আবেদন জানাচ্ছি।’’

গ্র্যান্ট গ্যালারিতে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট সিটে বসে খেলা দেখছিলেন।তাঁর সহকর্মী জানিয়েছেন, অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন গ্র্যান্ট হঠাৎ পড়ে যান। আর তাঁকে জাগানো যায়নি।

তবে গ্র্যান্ট একটি পোস্টে নিজেই লিখেছিলেন, তিনি অসুস্থ। কাজের চাপে তাঁর শরীর সায় দিচ্ছে না। অনেক পরিশ্রম হচ্ছে, পর্যাপ্ত ঘুম হচ্ছে না বলেও জানান গ্র্যান্ট নিজেই। সেই অসুস্থতা মেসিদের খেলার রাতে বেড়ে গিয়েছিল বলে মনে করছেন কেউ কেউ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.