Advertisement
রাজ্য

যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের সত্ত্বর ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এসএসসি সংক্রান্ত দুর্নীতি মামলায় ফরেন্সিক রিপোর্ট পাওয়া মাত্রই বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা শীঘ্রই ইস্তফা না দিলে কড়া ব্যবস্থা নেবে আদালত। বুধবার এরকমভাবেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের কড়া বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নিকট ফরেন্সিক রিপোর্ট জমা দেয় সিবিআই। আর তা দেখে হতভম্ব হয়ে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে তিনি জানান, “যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা ইস্তফা না দিলে আদালত কঠোর ব্যবস্থা নেবে।”

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, তারা সকলেই চাকরি খোয়াতে চলেছে। আগামী ৭ ই নভেম্বরের মধ্যে নিজেদের চাকরি থেকে ইস্তফা দিন। আর যদি তা না হয়, তবে আদালত সেই সকল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তারা আগামীতে যাতে অন্য কোন সরকারি চাকরি না পায়, তার ব্যবস্থা করা হবে। তাই সময় থাকতে পদত্যাগ করে নিন।”

উল্লেখ্য, এদিন সিবিআইয়ের পেশ করার রিপোর্ট অনুযায়ী, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে নম্বর বদল করা হয়েছে যথাক্রমে ৩৪৮১ এবং ২৮২৩ জনের। একইসঙ্গে একাদশ-দ্বাদশ এবং নবম-দশমে সেই সংখ্যা হতবাক করে তুলেছে আদালতকে। রিপোর্ট অনুযায়ী, এক্ষেত্রে মোট ১৮৫৮ জনের নম্বর পরিবর্তন করা হয়েছে। এই রিপোর্ট দেখেই অযোগ্যদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিচারপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.