Advertisement
রাজনীতি

বিজেপির নবান্ন অভিযান নিয়ে নাড্ডাকে রিপোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির, দাবি সিবিআই তদন্তের

গতকাল (শনিবার) দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে বিজেপির নবান্ন অভিযানে পুলিশি অত্যাচার নিয়ে রিপোর্ট দিল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির ২৫ পাতার ওই রিপোর্টে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বিস্তর অভিযোগ করে কেন্দ্রীয় সংস্থার তদন্ত দাবি করেছেন তাঁরা।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পেশ করা ওই রিপোর্টে পুলিশের মারে জখম বিজেপি কর্মীদের ছবিও রয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, বাংলায় জঙ্গলরাজ চলছে। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ। নবান্ন অভিযান ছিল সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই অভিযান আটকাতে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালায় পুলিশ। এই ঘটনার তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনই দাবি জানানো হয়েছে রিপোর্টে।

পাশাপাশি বাংলায় মানবাধিকার কমিশনের টিম পাঠানোর আর্জিও জানানো হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য ব্রিজলাল সাংবাদিকদের জানান, “বাংলায় যেভাবে আমাদের দলের কর্মীদের উপর পুলিশ হামলা করেছে। লাঠি দিয়ে মারধর করেছে তা একেবারেই ঠিক নয়। এই ঘটনায় আমরা মানবাধিকার কমিশনের কর্মীদের পাঠানোর আরজি জানিয়েছি।”

গত ১৩ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ঘিরে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যে। রাজনৈতিক মহলের দাবি, নবান্ন অভিযানে মাঠ ছেড়ে পালিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। তাদের আচরণে চটে গিয়েছেন কেন্দ্রীয় নেতারা। শুভেন্দু- সুকান্ত-দিলীপদের উপর ভরসা রাখতে পারছেন না দিল্লির নেতারা। তাই ফের একবার সিবিআই, মানবাধিকার কমিশনের টিম পাঠিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের উপর চাপ তৈরির চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.