Advertisement
খেলা

ওয়ানডে ফর্ম্যাটে ভারতীয় মহিলাদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস হরমনের

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক

বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অপরাজিত ১৪৩ রানের ইনিংস খেলেন হরমনপ্রীত কৌর। আর ছুঁয়ে ফেললেন নতুন নজির। ভারতীয় অধিনায়কের এই ইনিংস ওয়ানডে ক্রিকেটে কোনও ভারতীয় মহিলা ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ রান। তবে এই রান ওয়ানডে ক্রিকেটে হরমনের ব্যক্তিগত সর্বোচ্চ নয়।

ওয়ানডে ক্রিকেটে ভারতী মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস রয়েছে দীপ্তি শর্মার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ই মে ১৮৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যা বিশ্ব ক্রিকেটে মহিলাদের ওয়ানডে ফর্ম্যাটে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীতই। ২০১৭ সালের ২০শে জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। হরমনের এই ইনিংস রয়েছে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ স্থানে।

বুধবার হরমন১১১ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এদিন ইংল্যান্ডের কোনও বোলারকেই রেয়াত করেননি ভারতীয় দলের অধিনায়ক। তাঁর ইনিংসটি সাজান ছিল ১৮টি চার এবং ৪টি ছয়। তাঁর ব্যাটিং তাণ্ডবে শেষ চার ওভারে ভারতীয় দল তোলে ৭১ রান। ১০০ বলে ওয়ানডে ক্রিকেটে পঞ্চম শতরান পূর্ণ করার পর আরও আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন হরমন। তাঁর এই দূর্ধর্ষ ইনিংস ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.