Advertisement
রাজনীতি

পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন কুমারকে গ্রেফতার করল সিবিআই

প্রসন্ন কুমারের সম্পত্তির উৎস জানতে তদন্ত চালাচ্ছে সিবিআই

এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে উঠে এল আরেক নাম, প্রসন্ন কুমার রায়। পার্থ ঘনিষ্ঠ এই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। প্রসন্ন কুমারেরও বিরাট অংকের সম্পত্তির খোঁজ মিলেছে, যা যথেষ্ট সন্দেজনক।

শনিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে প্রসন্ন কুমারকে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে তদন্ত করার পর একের পর এক অভিযুক্তের নাম উঠে এসেছে। প্রথমে শান্তিপ্রসাদ সিনহা নামে এক ব্যক্তিকে জেরা করা হয়। জেরাতেই উঠে আসে প্রদীপ সিং নামে এক মধ্যস্থতাকারীর নাম। এরপর তাঁকে গ্রেফতারও করা হয়।

প্রদীপকে জেরা করে প্রসন্ন কুমার রায়ের খোঁজ পান সিবিআই আধিকারিকরা। শুক্রবার সন্ধে সাড়ে ছ’টার সময় নিউটাউন হানা দিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সিবিআই সূত্রে খবর, প্রসন্নরও কাজ ছিল প্রদীপেরই মতো। অযোগ্য চাকরি প্রার্থীদের সে এসএসসি নিয়োগ কর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিত। তার বিনিময়ে বিরাট অঙ্কের টাকাও নিত। শুক্রবার তাকে গ্রেফতার করার পর নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্তকে।

প্রসন্নর সম্পত্তির পরিমাণও যথেষ্ট সন্দেহজনক। সুন্দরবন, দিঘা, পুরীতে একাধিক হোটেল রয়েছে তার। এমনকি দুবাইতেও তার হোটেল রয়েছে বলে জানা গিয়েছে। এতগুলি হোটেলের মালিক হলেন কীভাবে প্রসন্ন? তার এই বিপুল আয়ের উৎস কী? তা তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা।

প্রসন্ন কুমার গ্রেফতার হওয়ার পর বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “গোটা বাংলায় এমন মিডলম্যান আরও খুঁজে পাওয়া যাবে। বিদেশেও সম্পত্তি থাকতে পারে। যেরকম যেরকম এজেন্সির হাতে তথ্য আসছে, সেরকমভাবে তদন্ত এগোচ্ছে। জেলায় জেলায় এরকম লোক অনেকেই আছে। তারাই টাকা সংগ্রহ করত। তারাই তালিকা নিয়ে আসত। একটা এজেন্সির মতো সমান্তরাল সিস্টেম চালানো হত বাংলায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.