Advertisement
রাজ্য

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় 5 হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

শুরু হতে চলেছে রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ

রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে সখ্যালঘু ভাই বোনেরা। অতএব এই মুহূর্তে এসএসসি থেকে মাদ্রাসা শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরোধিতায় কোণঠাসা শাসক দল। এরই মধ্যে ৫ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের।

পশ্চিমবঙ্গে ৬১৪ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিষয়ে উদ্যোগী হল রাজ্য সরকার। সম্প্রতি এই বিষয়ে রাজ্য মাদ্রাসা সার্ভিস কমিশন মারফৎ শিক্ষক শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে অর্থ দফতরের অনুমোদন চাওয়া হয়েছে। মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনুমোদন পাওয়া যে শুধু সময়ের অপেক্ষা তা ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব গোলাম রব্বানি।

একই সঙ্গে মাদ্রাসা শিক্ষক নিয়োগ এবং শূন্য পদ সম্পর্কে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে আন্দোলনরত মাদ্রাসা শিক্ষা মঞ্চের সভাপতি মনিরুল ইসলামের স্পষ্ট বক্তব্য, ২০১৩ সালে শেষ বারের মতো রাজ্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে শূন্য পদ পূরণের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু ওই সময় শূন্য পদ অনুযায়ী নিয়ম মেনে নিয়োগ পত্র দেয়নি মাদ্রাসা শিক্ষা দফতর।

মনিরুল ইসলাম বলেন, ওই সময় মাদ্রাসা সার্ভিস কমিশন মারফৎ বলা হয়েছিল মোট ৩১৮৩ টি শূন্য পদ পূরণ করা হবে। অথচ পরীক্ষা ও যাবতীয় টেস্টের পর দেখা গেল নিয়োগ পরীক্ষার ৫ বছর পর অর্থাৎ ২০১৮ সালে সব নিয়ম বিধি উল্টে মাত্র ১৯০০ জন কে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এছাড়া মাদ্রাসা শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরোধিতা করা আরও এক চাকরি প্রার্থীর দাবি, শুধুমাত্র পয়সা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি করলেই চলবে না। সময় মতো উপযুক্ত শূন্য পদ অনুযায়ী শিক্ষক নিয়োগ না করলে গোটা শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। সব মিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেশ প্রতিকূল। এরই মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে আশার আলো স্বরূপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.