Advertisement
দেশ

৮০ শতাংশেরও বেশি ‘নম্বর’ পেয়ে গুজরাতে পাশ করলেন মোদী, বহু পিছনে দ্বিতীয় কংগ্রেস

আপের মুখ্যমন্ত্রীর মুখ ইসুদান পিছিয়ে পড়েছেন
খামভালিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর তুলনায় পিছিয়ে পড়েছেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি। শুরুতে তিনি এগিয়ে ছিলেন। কিন্তু গণনা যত এগিয়েছে ততই পিছিয়ে পড়ছেন তিনি।  
মন্ত্রিসভার শপথ কবে গুজরাতে?
আগামী ১২ ডিসেম্বর (সোমবার) শপথ নিতে পারেন ভূপেন্দ্র পটেল ও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। জানিয়ে দিলেন গুজরাত বিজেপির সভাপতি সিআর পাটিল। 
জিতলেন ‘গডমাদার’-এর ছেলে কন্ধল
গুজরাতে খাতা খুলল সমাজবাদী পার্টি (এসপি)। ‘গডমাদার’ সন্তোকবেন জাডেজার পুত্র কন্ধল জাডেজা কুটিয়ানা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। কন্ধল এর আগে এনসিপিতে ছিলেন।
জামনগর দক্ষিণ কেন্দ্রে আবার এগিয়ে গেলেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা
পিছিয়ে পড়েছিলেন। কিন্তু গণনা এগোতেই আবার এগিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। জামনগর দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে আপ প্রার্থী। 
গুজরাতে ৫০ শতাংশের বেশি ভোট বিজেপির
বিজেপি— ৫৩.১ শতাংশ
কংগ্রেস— ২৬.৬ শতাংশ
আপ— ১৩.৮ শতাংশ
সূত্র: নির্বাচন কমিশন
রবীন্দ্র জাডেজার স্ত্রী পিছিয়ে
গুজরাতের জামনগর দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে পড়লেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। এগিয়ে গেল আপ। 
১৯৮৫-এর রেকর্ড অক্ষত থাকবে সোলাঙ্কির?
১৯৮৫-তে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ১৪টি আসন। এখনও পর্যন্ত গুজরাতে অত আসন কেউ জিততে পারেনি। এ বার কি সেই রেকর্ডও ভেঙে দেবে বিজেপি?
বিজেপি ১৯৮৫-এর রেকর্ড ভেঙে দিতে পারবে ?
বিজেপি— ১৪৯
কংগ্রেস— ২৩
আপ— ৮
অন্যান্য— ২
আসনে এগিয়ে রয়েছে। 
বিজেপি মোরবীতে এগিয়ে
মোরবীর তিনটি আসনেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। এই মোরবীতেই ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। একটি ঘড়ি প্রস্তুতকারক সংস্থাকে ব্রিজের মেরামতির বরাদ দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। যদিও এখনও অধরা সেই সংস্থার কর্ণধার। 
পিছিয়ে জিগনেশ মেবাণী

গুজরাতের বদগামে পিছিয়ে কংগ্রেস প্রার্থী তথা দলিত নেতা জিগনেশ মেবাণী। এগিয়ে বিজেপি প্রার্থী। 
এগিয়ে গুজরাতের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল

গুজরাতের ঘাটলোদিয়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.