Advertisement
অফবিট

যমজ বোনকে বিয়ে করে ভাইরাল! এ বার সেই বিয়ের জেরেই মহা ফাঁপরে যুবক

মহারাষ্ট্রের সোলাপুর এর বাসিন্দা অতুল ছাঁদনাতলায় দুই যমজ বোনকে একসঙ্গে মালা পরিয়ে মহা ফাঁপরে। বিয়ের বৈধতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল।এ বার তাঁর বিরুদ্ধে বিচারগ্রাহ্য নয় এমন ধারায় অভিযোগ আনা হল।

২ ডিসেম্বর অর্থাৎ তিন দিন আগে মহারাষ্ট্রের সোলাপুর জেলার আকলুজ তালুকে ওয়েলাপুর রোডের মালেগাঁও গ্রামে দুই যমজ বোনকে একসঙ্গে বিয়ে করেন অতুল।আকলুজের এক সমাজকর্মী রবিবার এই বিষয়ে অভিযোগ জানাতে সোলাপুর জেলা পুলিশের দ্বারস্থ হন বিয়ের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পর। দাবি অভিযোগকারী, ভারতীয় সংবিধান একসঙ্গে দুবার বিয়ে করার অনুমতি দেয় না। ওই সমাজকর্মীর দাবি সেই নিয়ম লঙ্ঘন করে পাত্র অতুল অপরাধ করেছেন।সোলাপুর গ্রামীণ পুলিশ সুপার শিরীষ সরদেশপাণ্ডে মামলা রুজু করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোলাপুরের ডিএসপি বাসবরাজ শিবপুজে বলেন, ‘‘যে হেতু বিচারগ্রাহ্য নয়, এমন ধারায় অভিযোগ, তাই আমরা সোমবার আদালতের দ্বারস্থ হব এবং মামলার তদন্ত করার অনুমতি চাইব।’’

উল্লেখ্য, পেশায় ইঞ্জিনিয়ার জমজ দুই বোন পিঙ্কি ও রিঙ্কি। হুবহু একই দেখতে দুজনকে। তারা বিয়ের পরও আলাদা হতে চান না।তাই ২ ডিসেম্বর তাঁদের দু’জনে বিয়ে করেন মালশিরাস তালুকের বাসিন্দা অতুলকে। তবে এই বিয়ে পরিবারের সম্মতিতেই হয়।পিঙ্কি ও রিঙ্কি, দু’জনেই কর্মসূত্রে থাকেন মুম্বই শহরে।

তবে অতুল দুই বোনের আবেদনের সাড়া দিয়ে বিপাকে পড়েছেন।অতুলের সাত বছর পর্যন্ত জেল এবং সঙ্গে মোটা টাকা জরিমানা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.