Advertisement
রাজনীতি

ডায়মন্ড হারবারে সভায় অভিষেককে তো শুভেন্দুর,‘এখানকার সাংসদ সর্বভুক’,

ফিনিশিং এ নয় স্টার্টিং এ বিশ্বাস করি বললেন শুভেন্দু অধিকারী।
‘‘গুজরাতে ২৭ বছরের বিজেপি সরকার। তৈরি থাকুন। আবার লাড্ডু বিলি হবে। আমি যা ধরি তা শেষ করে ছাড়ি। স্টার্টিংয়ে না ফিনিশিংয়ে বিশ্বাস করি।’’

সভা থেকে কর্মীদের আবেদন আইন হাতে তুলে নেবেন না।
শুভেন্দু বললেন, ‘‘কী করে করতে হয় আমি জানি। আমাদের যে সব কর্মীদের আহত করেছে, তাঁদের শুশ্রূষার দায়িত্ব আমার। আপনারা আইন হাতে তুলে নেবেন না। এর পর সভা করতে এলে আর ছোট গাড়িতে আসতে বলব না। পাঁচটি ট্রেন ভাড়া করতে বলব। আর হটুগঞ্জের মতো করলে… যদি ট্রেনের পাতের উপরে বসে আরপিএফের মার… অমবস্যা-পূর্ণিমায় কটকট করবে। ’’

রাজ্য পুলিশের ডিজিকে কটাক্ষ শুভেন্দুর, আদালতে যাওয়ার হুঁশিয়ারি
শুভেন্দু বলেন,‘‘অবমাননা মামলা করব হাই কোর্টে। ছাড়ার কোনও জায়গা নেই। মনোজ মালব্য মহোদয়, মমতা ব্যানার্জির ভাষায় উত্তম কুমার— আপনাকেও ছাড়ার কোনও জায়গা নেই। কনটেম্পট পিটিশন ফাইল হবে। যত গাড়ির কাচ ভেঙেছেন, সরকারের কাছ থেকে টাকা আদায় করব। যত জন আহত হয়েছেন, ক্ষতিপূরণ আদায় করব। কী করে করতে হয় আমি জানি।’’ 

শুভেন্দু অধিকারী বললেন এখনকার সাংসদ সর্বভুক তিনি কয়লা খান।
শুভেন্দু নিশানা অভিষেক কে। তিনি বললেন,‘‘সুদ আসলে ফেরত নেব, দণ্ডসুদও আদায় করব।’’ তাঁর সংযোজন, ‘‘এখানকার সাংসদ সর্বভুক, তিনি কয়লা খান, বালি খান… স্কুলের ইউনিফর্ম খান। ৫০ হাজার চাকরি বেচেছেন।’’

‘আতঙ্কের নাম শুভেন্দু অধিকারী’, অভিষেককে নিশানা বিরোধী দলনেতার
ডায়মন্ড হারবারে লাইটহাউজের মাঠে মন্তব্য বিরোধী দলনেতার,‘‘আগে নেতারা বলতেন ‘কলকাতা চলো’। এখন পিসি-ভাইপো কথায় কথায় বলেন ‘কাঁথি চলো’। আতঙ্কের নাম শুভেন্দু অধিকারী।’’

অভিষেককে নিশানা শুভেন্দুর, ‘চাইলে ৩ সেকেন্ডে রাস্তা অবরোধ করে দিতে পারি’
চাইলেই তিনি ৩ সেকেন্ডে মারিশদা থেকে কোলাঘাটে কাঠের গুঁড়ি ফেলে অভিষেকের গাড়ি আটকে দিতে পারেন। কিন্তু তাঁরা তা করবেন না। শুভেন্দুর কথায়, ‘‘এ সব আমাদের সংস্কৃতি নয়।’’ 

একই দিনে দুই জায়গায় অভিষেক ‘বনাম’ শুভেন্দু

শুভেন্দু যখন ডায়মন্ড হারবারে সভা করছেন তখন তাঁর বাড়ির অনতিদূরে সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে এবং প্রায় একই সময়ে দুই যুযুধান নেতার সভার ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.