Advertisement
কলকাতা

বিক্ষোভ পড়ুয়াদের,ডাক্তারি ছাত্রের মৃত্যুতে উত্তেজনা বরাহনগরের বিশেষ সক্ষমদের হাসপাতালে

উত্তেজনা ছড়ালো বরাহনগরে বিশেষ সক্ষমদের হাসপাতালের হস্টেলে এক ছাত্রের মৃত্যু ঘিরে। পড়ুয়ারা সোমবার মধ্য রাত থেকে হোস্টেলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে।

বিক্ষোভ পড়ুয়াদের দাবি,সোমবার রাতে প্রিয়রঞ্জন সিংহ নামে হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন। তার রুমমেটই প্রথম এটি দেখতে পান। তিনি ঘরের জানলার বাইরে দেখতে পান ঝুলন্ত দেহ। এরপরই তিনি বাকি পড়ুয়াদের ডাকে এবং তাকে উদ্ধার করেন দরজা ভেঙে।

বিক্ষোভকারীদের দাবি তখনও তার মধ্যে প্রাণ ছিল।তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পড়ুয়ারা প্রিয়রঞ্জনকে নিয়ে সাগর দত্ত হাসপাতালের উদ্দেশে রওনা দেন। কিন্তু মাঝপথে প্রিয়রঞ্জনের মৃত্যু হয়। ছাত্রদের অভিযোগ, বরাহনগরের ওই হাসপাতালে ন্যূনতম চিকিৎসার পরিষেবা নেই। ইমার্জেন্সি পরিষেবা নেই। চিকিৎসা পরিষেবা থাকলে হয়তো সঠিক সময়ে চিকিৎসায় প্রিয়রঞ্জনতে বাঁচানো যেত।

এই ঘটনার পর থেকে সোমবার রাত বারোটা থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে বাকি ছাত্র-ছাত্রীরা। প্রিয়রঞ্জন এর মৃত্যুর বিচার চেয়েছেন তারা। মঙ্গলবার সকালে গেট বন্ধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেয় না। অবিলম্বে বিক্ষোভকারীদের দাবি হাসপাতালে চিকিৎসাধীনের যেন উন্নতি ঘটে। এখনো পর্যন্ত যদিও হাসপাতালের পক্ষে থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.