Advertisement
অফবিট

#খড়গপুর আইআইটিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের রিপোর্ট তলব।

#আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট তলব করল হাইকোর্ট।
#পাশাপাশি কেস ডায়রি পেশ করতে হবে খড়গপুর টাউন থানার ওসিকে।
#তদন্ত ঠিক মত চলছে কিনা দেখার জন্য একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক নিযুক্ত করবেন পুলিশ সুপার।
#আগামী বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকতে হবে তদন্তকারী অফিসার এবং সুপার কতৃর্ক নিযুক্ত উচ্চ পদস্থ আধিকারিককে।
#অবিলম্বে ভিসেরা পরীক্ষার জন্য পাঠাতে হবে।
#মৃত ছাত্রের সঙ্গে শেষ যে ব্যক্তির ফোনে কথা হয়েছিল তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে হবে।
#প্রয়োজনীয় সবার সাক্ষ্য এবং গোপন জবানবন্দি নিতে হবে।
#সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী রেগিং (ragging) আটকানোর সব পরিকাঠামো খড়গপুর আইআইটিতে আছে কিনা খতিয়ে দেখবে পুলিশ।
#হোস্টেলে সিসিটিভি আছে কিনা দেখবে পুলিশ।
#সবরকম সাহায্য করতে হবে খড়গপুর আইআইটিকে।
#খড়্গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যু।
#বি.টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদের রহস্য মৃত্যু।
#সিআইডি / সিট চেয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার।
#খুনের অভিযোগ পরিবারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.