Advertisement
রাজনীতি

‘গোটা বাংলার মানুষ মমতার উৎপাতের শিকার’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানলেন দিলীপ ঘোষ

এই মুহূর্তে রাজ্য জুড়ে উৎসবের মরশুম। এই খুশির দিনেও রাজনৈতিক নেতাদের তর্ক-বিতর্কে বিরতি নেই। আবার দুর্গা পূজাকে কেন্দ্র করেও বাদ যাচ্ছে না রাজনৈতিক বিতর্ক। আর এবার সেই বিতর্ক আরও উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুড়লেন বিরোধী দলনেতা দিলীপ ঘোষ।

এমনিতেই পিতৃপক্ষের সময় কিভাবে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করলেন, তা নিয়ে তাঁকে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধী দলগুলি। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “এসবের পেছনে সবকিছু কুক্তিগত করার মানসিকতা রয়েছে। প্রশাসন কিংবা প্রশাসনের ক্ষমতা বলে কিছু নেই। গোটা বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর উৎপাতের শিকার। গোটা রাজ্যকে কুক্ষিগত করার চেষ্টা করে চলেছে।”

একইসঙ্গে এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, “বর্তমানে রাজ্যে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি চলছে তৃণমূল কংগ্রেস দ্বারা, তারই বিকৃত রূপ হলেন মদন মিত্ররা।”

অতীতেও দুর্গা পূজা কমিটিগুলোকে অর্থ প্রদান করা নিয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ। দুর্গাপুজো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপবাবু বলেন, “উনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে, টাকা দেব বলে তাঁর ছবি মণ্ডপে রাখতেই হবে। গতকাল ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেন। পিতৃপক্ষ থেকেই উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। চণ্ডীপাঠ থেকে সব কাজ উল্টো করছেন। দুর্গাপূজার পবিত্রতা নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.