Advertisement
রাজনীতি

বেকসুর খালাস কেষ্ট, আদালত থেকে বেরিয়েই ফুরফুরে মেজাজে তৃণমূল নেতা

মঙ্গলকোট বিস্ফোরণ মামলা থেকে মুক্তি পেলেন অনুব্রত মণ্ডল

২০১০ সালের মঙ্গলকোট বিস্ফোরণ মামলা থেকে অব্যাহতি পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বিধাননগরের এমপি-এমএলএ আদালত বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে বেকসুর খালাস ঘোষণা করে। এদিন ভোট পরবর্তী হিংসা মামলা থেকে অব্যাহতি পেয়ে সংবাদ মাধ্যমকে নিজের মনের কথা বলেন কেষ্ট।

অনুব্রতর আইনজীবী সৌভিক বসু জানিয়েছেন, তথ্য প্রমাণের অভাবে মঙ্গলকোট হিংসা মামলায় অনুব্রত-সহ মোট ১০ জনকে আদালত বেকসুর খালাস করেছে। অনুব্রতর আইনজীবী আরও জানান, ”আজ আমার মক্কেল অনুব্রত মণ্ডল এবং আরও কয়েকজন অভিযুক্তকে আদালত বেকসুর খালাস করেছে। মঙ্গলকোট হিংসা মামলায় তাঁদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে ব্যর্থ হয়েছে মামলাকারীর আইনজীবীরা।”

আদালত থেকে বেরিয়ে অনুব্রতর দাবি, ”আমাদের বেকসুর খালাস করল আদালত। সত্যের জয় হল। এটা ২০১০ সালের কেস। আমার ও আরও কয়েকজনের বিরুদ্ধে মিথ্যে মামলা করেছিল। আজ মহামান্য আদালতে রায়ে আমরা বেকসুর খালাস পেলাম।” এরপরই সংবাদ মাধ্যম তাঁকে প্রশ্ন করে, পরবর্তী মামলাতেও এভাবেই মুক্ত হবেন? তাতে কেষ্টর আত্মবিশ্বাসী উত্তর, ”আমি কি অন্যায় কিছু করেছি নাকি? খালি দেখতে থাকুন কী হয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.