Advertisement
রাজনীতি

বিজেপির বদলা! মনিপুরে পাঁচ জেডিইউ বিধায়ক যোগ দিল বিজেপি শিবিরে

নীতীশ কুমারকে বড় ধাক্কা এই পাঁচ বিধায়কের

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চমকে দিল ৫ বিধায়ক। হঠাৎই এই ৫ জেডিইউ বিধায়ক বিজেপি তে যোগ দিয়েছেন। শনিবার পাটনায় জনতা দলের কার্যকরী সমিতির বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল ওই পাঁচ বিধায়কের। রাজনৈতিক কলাকুশলীদের মতে, বিহারের বদলা নিয়েছে বিজেপি।

শুক্রবার দলবদলের কথা ঘোষণা করেন পাঁচ জেডিইউ বিধায়ক– কে জয়কিসান সিং, গুরুসঙ্গলুর সানাতে, আচাবউদ্দিন, থাঙ্গজাম অরুণকুমার এবং এল এম খাউতে। এদিন বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তাঁরা। এরপর সংবিধানের দশম অনুসূচী মেনে দলবদলে সম্মতি প্রদান করেন স্পিকার। এই মর্মে সচিবালয়ের থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জেডিইউ। দলের সর্বভারতীয় সম্পাদক এবং উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত আশফাক আহমেদ খান বলেন, “মণিপুরে যা হচ্ছে তাতেই বিজেপির নৈতিক অবস্থার ধারণা পাওয়া যায়।” গোটা উত্তর-পূর্বে জেডিইউ-র একমাত্র বিধায়ক মণিপুরের মহম্মদ আবদুল নাসির।

২০২০ সালে অরুণাচল প্রদেশেও দল ভাঙায় বিজেপি। সেবছর অরুণাচলের ৭ জেডিইউ বিধায়কের মধ্যে ছ’জনই বিজেপিতে যোগদান করেন। গত আগস্টে সে রাজ্যে নীতীশের শেষ বিধায়কও গেরুয়া শিবিরে চলে আসেন। বছর কয়েক আগে নাগাল্যান্ডের একমাত্র জেডিইউ বিধায়কও দল ছাড়েন। সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে বিরাট ধাক্কায় নীতীশ কুমার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.