Advertisement
বিদেশ

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট, শোকের ছায়া রাশিয়ায়

৯১ বছর বয়সে পরলোক গমন করলেন এই সাবেকি সোভিয়েত নেতা

জীবনাবসান ঘটল সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভের। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার গভীর রাতে রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, মস্কোয় বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে গর্বাচভের।

বেশকিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন গর্বাচভ। এদিন সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে মৃত্যু হয় এই সোভিয়েত নেতার। মিখাইল গর্বাচভের জন্ম ১৯৩১ সালে। ১৯৮৫ থেকে ১৯৯১ অবধি তিনিই ক্ষমতায় ছিলেন। তাঁর আমলে সোভিয়েত-মার্কিন শীতল সম্পর্কের উন্নতি হয়। তার আগে মাত্র ৫৩ বছর বয়সে ১৯৮৪ সালে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হন গর্বাচভ।

মিখাইল গর্বাচভ এক জীবনে নায়ক ও খলনায়ক দুই স্বীকৃতিই পেয়েছেন। এই সাবেকি নেতার আমলেই মধ্য ও পূর্ব ইউরোপে কমিউনিজমের পতন ঘটেছিল। এসময় অসংখ্য সোভিয়েত নাগরিকের কাছে স্বাধীনতা প্রদানকারী ‘মসিহা’ হয়ে উঠেছিলেন তিনি। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের পতন ও পরবর্তী বিশৃঙ্খলার জন্য এই গর্বাচভকেই দায়ী করা হয়।

১৯৯০ সালে মিখাইল গর্বাচভ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপুঞ্জের তরফে শোকবার্তায় মহাসচিব আন্তোনিও গুতেরে বলেন, ‘‘এক জন শক্তিশালী নেতা। যিনি শান্তির জন্য অক্লান্ত ভাবে কাজ করে গিয়েছেন।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.