Advertisement
রাজনীতি

সামনেই পঞ্চায়েত ভোট, এবার অনুব্রতহীন বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করেই বীরভূমে রাজনৈতিক কর্মসূচি করবে মমতা বন্দ্যোপাধ্যায়

বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে থাকবেন না বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তাই এবার অনুব্রতকে ছাড়াই বীরভূম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বীরভূম যাচ্ছেন মমতা।

বীরভূমে যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানে পাশে পাবেন না বীরভূমে দলের এক ও অদ্বিতীয় ভরসার ব্যক্তি কেষ্ট। কারণ তিনি এখন রয়েছে গরু পাচার মামলায় আসানসোল সংশোধনাগারে। এতদিন যতবার মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়েছেন সেখানে তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিলেন অনুব্রত মন্ডল। তাই এবার তাকে ছাড়াই কেষ্টর জেলায় পারি দেবেন মমতা।

মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই বীরভূম যাচ্ছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর সফরের প্রধান লক্ষ্যই হল পঞ্চায়েত ভোটের আগে জেলাস্তরের সংগঠন বুঝে নেওয়া। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কী কী বার্তা দেন, সেদিকেই নজর থাকবে সব মহলে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত ও ৬ পুরসভাকে নিয়ে সমাবেশ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.