Advertisement
রাজনীতি

সমবায় ব্যাঙ্কে নিয়োগ নিয়ে দুর্নীতিতে উঠলো অরূপের নাম

পার্থ, পরেশ, অনুব্রত'র পর এবার দুর্নীতি মামলায় নাম অরূপের

এবার দুর্নীতির মামলায় নাম জড়ালো তৃণমূল নেতা অরূপ রায়ের। তাঁর বিরুদ্ধে মামলার অতিরিক্ত হলফনামায় জমা পড়েছে। অরূপ রায়ের বিরুদ্ধে সমবায় ব্যাংকে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। অরূপের বিরুদ্ধে তৃণমূল নেতাদের ঘনিষ্টদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছে মামলাকারী।

মামলাকারীর দাবি, বেআইনিভাবে চাকরি পেয়েছেন তৃণমূল নেতাদের ঘনিষ্ঠরা। এই অভিযোগের তালিকা অনেক বড়। অরূপ রায় ঘনিষ্ট সত্য সামন্তের বোন চাকরি পেয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো চাকরি পেয়েছেন। চাকরি পেয়েছেন সেই ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপোকে চাকরি। ব্যাংকের তত্‍কালীন ভারপ্রাপ্ত সিইও প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপোও চাকরি পেয়েছেন বলে দাবি।

এছাড়া ব্যাংকের সচিব কৌশিক কুলভির ভাইপো চাকরি পেয়েছেন। ব্যাংকের অন্যতম অধিকর্তা নিমাই অধিকারীর মেয়ে চাকরি পেয়েছেন। এমনকি ব্যাংকের অন্যতম অধিকর্তা তপন কুমার কুলিয়ার ছেলে চাকরি পেয়েছেন বলেও অভিযোগ। ২০১৯ সালে সমবায় ব্যাংকে মোট ৫২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ করা হয় ১৩৪ জন।

কো – অপারেটিভ সার্ভিস কমিশন ছাড়া নিয়োগ করতে পারবে ব্যাংক, এই মর্মে দুবার অনুমোদন দিয়েছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। মোট ২০৩৫ জন আবেদন করেছিলেন এবং ব্যাংকের নির্দিষ্ট একাউন্ট নম্বরে ফি জমা দিয়েছিলেন। কিন্তু ফি জমা দেওয়ার এই তালিকায় ১০০ টির বেশি নাম ফাঁকা রয়েছে বলে অভিযোগ।

অন্যদিকে, ঘনিষ্ঠ হওয়ার সুবাদে অনেকে আবেদন না করেও চাকরি পেয়েছেন। আবার মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকে চাকরি পেয়েছেন। ২০২১ সালে এই নিয়ম বহির্ভূত নিয়োগের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়। এবার এই মামলাতেই অতিরিক্ত হলফনামা দাখিল করে নতুন অভিযোগ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.