Advertisement
দেশ

রাশিয়ায় যৌথ সামরিক মহড়ায় কেবল চীনা সেনা নয়, সাথে স্থান ভারতীয় সেনার ও

রাশিয়ার মধ্যস্থতায় নতুন মোড় নিতে পারে চিন-ভারত সম্পর্ক

দীর্ঘদিন হয়ে গেল বিশ্ব ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান সঙ্কটের আবহে। এই অস্থির পরিস্থিতিতেও এতদিন নিরপেক্ষ থেকেছে ভারত। কিন্তু এর মধ্যেই জানা গিয়েছে, রাশিয়ার ডাকে সাড়া দিয়ে চিনা ফৌজের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে সম্মত হয়েছে ভারত। এবিষয়ে অবশ্য ভারত একনও স্পষ্ট করে কিছু জানায়নি।

এক চিনা সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, রুশ ও চিনা সেনার পাশাপাশি বেলারুশ, তাজিকিস্তান এবং মঙ্গোলিয়ার ফৌজ এছাড়া ভারতও আগামী ৩০ শে আগস্ট থেকে ৫ ই সেপ্টেম্বর আয়োজিত ‘ভোস্তক-২০২০’ নামের ওই যুদ্ধ মহড়ায় অংশ নেবে।
সমালোচকদের ধারণা, এই পরিস্থিতিতে রাশিয়ায় যৌথ সামরিক মহড়ায় অংশ নিলে ভারত আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির নিশানা হতে পারে।

ভারতের সঙ্গে চিনের সঙ্ঘাত চরমে পৌঁছেছিল। সেই পরিস্থিতিতে ৩০ শে আগস্টে রাশিয়ার আয়োজিত বহুজাতিক সেরা মহড়ায় অংশ নেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হলেও প্রথমে মোদি সরকার তা প্রত্যাখ্যান করেছিল। এবিষয়ে গত সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘‘সীমান্তের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে ভারত-চিন সম্পর্কে শান্তি আসবে না।’’ তবে এবার মনে করা হচ্ছে মস্কোর মধ্যস্থতায় শেষ পর্যন্ত নয়াদিল্লি-বেজিং সম্পর্কে নতুন মোড় আসতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.