Advertisement
দেশ

‘তেজস্বীর নেতৃত্বেই এ বার লড়াই বিহারে! একমাত্র লক্ষ্য বিজেপিকে হারানো’, বললেন নীতীশ

২০২৫ সালে বিহারে বিধানসভা ভোটে মহাগঠবন্ধনের নেতৃত্ব দেবেন আরজেডি নেতা তথা উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মঙ্গলবার এ কথা ঘোষণা করেছেন।সভাপতি নীতীশ বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হব না। মুখ্যমন্ত্রিত্বের দাবিদারও হব না। আমার এখন একটাই লক্ষ্য— বিজেপিকে হারানো।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ইস্তফার দাবি উঠেছে সদ্যসমাপ্ত উপনির্বাচনে জেডি(ইউ)-র হারের পরেই মহাগঠবন্ধনের অন্দরে।তেজস্বী ঘনিষ্ঠ প্রাক্তন আরজেডি বিধায়ক অনিল কুমার সহানী বলেছেন, ‘‘উপনির্বাচনে হারের দায় নিয়ে অবিলম্বে নীতীশের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়া উচিত। বিজেপিকে হারানোর জন্য তেজস্বীই উপযুক্ত নেতা।’’ এই পরিস্থিতিতে নীতীশের মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে আরজেডি-জেডি(ইউ)-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধন নেতৃত্বের একাংশ মনে করছেন।
উল্লেখ্য,২০২০ সালে বিহারের বিধানসভা ভোটের তৃতীয় দফার আগে পূর্ণিয়ায় জনসভায় নীতীশ ঘোষণা করেছিলেন, সেটাই তাঁর শেষ ভোট। আর কখনও তিনি মুখ্যমন্ত্রী পদের দৌড়ে নামবেন না বলেও ‘বার্তা’ দিয়েছিলেন তিনি। সে সময় আরজেডি-কংগ্রেস-বাম জোটের তরফে অভিযোগ তোলা হয়েছিল, বিধানসভা ভোটের আগে পরিস্থিতি ভাল হয় বুঝে সহানুভূতি কুড়োতে চাইছেন জেডি(ইউ) প্রধান। এর পর গত অগস্টে বিজেপির সঙ্গ ছেড়ে মহাগঠবন্ধনে যোগ দিয়ে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন নীতীশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.