Advertisement
দেশ

গ্যাস সিলিন্ডার নিয়ে বিরাট ঘোষণা সাধারণ মানুষের জন্য সুসংবাদ,

সম্প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসের এতটাই মূল্য বেড়ে যাচ্ছে যে সাধারণ মানুষের নাভিশ্বাসওঠার জোগাড়। ধরে নিন যেমন রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। সাম্প্রতিককালে রান্নার গ্যাসের মূল্য প্রায় আকাশ ছোঁয়া। এখন রান্নার গ্যাসের মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১১০০ টাকায়। তাই খাওয়ার কথা ভাবলেই এখন মধ্যবিত্তদের গায়ে যেন ছ্যাকা দিয়ে উঠছে।
সামনেই ভোট তাই কোন রকম ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রের মোদি সরকার। দারুন লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির কারণ হিসাবে মোদি সরকারের ভ্রান্ত অর্থনীতিকেই দুষছেন দেশের গোটা মানুষ। পেট্রোল ডিজেলের দাম বাড়লেও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি টা কিছুতেই মেনে নিতে পারছে না দেশের মানুষ।

তাই গোটা দেশের মায়েদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী মোদি সরকার উজ্জ্বলা যোজনার আওতায় সারা দেশে এখনো পর্যন্ত ফ্রিতে গ্যাসের কানেকশনের সাথে সাথে একটি গ্যাস সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছেন। পাশাপাশি দেশের মানুষকে সাময়িক সময় যেন সুস্থ দিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু হয়েছে মাত্র ৭৫০ টাকায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার।

এসবের মধ্যেই উঠে এসেছে যে শুধু দামই নয়, গ্যাসের কারচুপি নিয়েও বিস্তার তথ্য পাওয়া গেছে। কিভাবে এই চার চুপি বন্ধ করা যায় তা নিয়ে কেন্দ্রীয় সরকার খুবই ব্যস্ত। অবশেষে আলোচনার অবসান ঘটেছে উঠতে চলেছে। কেন্দ্র পেট্রোলিয়াম মন্ত্রক মারফত জানানো হয়েছে যে এবার থেকে গৃহস্থের ব্যবহৃত গ্যাসে কিউআর কোড লাগানো হবে।

এলপিজি গ্যাস সিলিন্ডারে কিউআর কোড খোদাই করা হবে , যেখানে কিউআর কোড স্ক্যান করলেই ব্যবহৃত গ্রাহক ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের আদ্যপ্রান্ত জানতে পারবে। এ বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হার্দিক সিং পুরি জানিয়েছেন, খুব শীঘ্রই ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারে ইউউয়ার কোড খোদাই করা হবে। নতুন শ্রেণিলিন্ডারে ও যেমন কিউআর কোড লাগানো হবে ঠিক একইভাবে পুরনো সিলিন্ডারেও ব্যবহার কর কোথায় করা হবে বাজারে ছাড়ার আগে।

খোদাই করা কিউআর কোড সার্চ করলেই গ্রাহক তার গ্যাস সিলিন্ডারের রিফিলিং(পদ্ধতি- সময় -সুরক্ষা) বিশেষ করে গ্যাস সিলিন্ডারে সুরক্ষার কথা জানতে পারবেন। ইতিমধ্যেই জানা গেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে কুড়ি হাজার গ্যাস সিলিন্ডারে কিউআর কোড লাগানো হয়ে গেছে এবং তার বাজারে ছাড়া হয়েছে। প্রতিটি প্রক্রিয়ায় ধাপে ধাপে বিশেষ ব্যবস্থার মাধ্যমে হবে বলে জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে। এমনকি জানা গেছে দেশের প্রতিটা প্রান্তের মানুষেরাই এই কিউ আর করে সুবিধা পেয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.