Advertisement
অফবিট

আজকের আবহাওয়া

কলকাতা
কুড়ির অনেকটাই নিচে নামলো কলকাতার পারদ। আজ ১৮.৮ ডিগ্রি। আগামী চার-পাঁচ দিন কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে থাকবে। সকাল সন্ধ্যায় শীতের আমেজ কলকাতায়।

জেলায় জেলায়
শীতের আমেজ আরো বাড়লো। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের ছোট্ট স্পেল। আগামী চার-পাঁচ দিন এই স্পেল থাকবে। জেলায় জেলায় তাপমাত্রা ১৪/১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে। সব থেকে বেশি পারদ নামবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে। পূর্ব ভারতের সব রাজ্যের তাপমাত্রা নামছে। বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া বাংলার জেলাগুলিতে বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা অর্থাৎ শীত আরো বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা চলে যেতেই উত্তর-পশ্চিমের শীতল হাওয়ায় শীতের শুরু বঙ্গে। জলীয় বাষ্প কমে যাওয়ায় শীতল ও শুষ্ক আবহাওয়া আগামী কয়েকদিন।

পশ্চিমী ঝঞ্ঝা
আজ ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। এই পশ্চিমী ঝঞ্ঝা, পূর্ব দিকে এলে দার্জিলিং কালিম্পং এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে।

নিম্নচাপ
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি কেরালা উপকূলে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য আরব সাগরের অবস্থান করছে। এর প্রভাবে রবিবার কেরল ও মাহে সহ সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা। তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা। ১৪ ই নভেম্বর সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের এই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সিস্টেম
নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আজ ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে এবং এর প্রভাবে রবি ও সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ উত্তর রাখান এবং হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায়।

তাপমাত্রা কমবে
উত্তর-পশ্চিম ভারতে দুদিন পর ফের তাপমাত্রা কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। ১৬ই নভেম্বর বুধবার এই নিম্নচাপ হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে। এই নিম্নচাপ আর শক্তিশালী হয়ে তামিলনাডু ও পন্ডিচেরি উপকূলের দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.