Advertisement
বিনোদন

গাঁটছড়াকে হারিয়ে বাজিমাত করেছে জগদ্ধাত্রী! বঙ্গসেরা ধারাবাহিক হলো কোনটি?

বেশ কিছুদিন ধরে মিঠাই ধারাবাহিকের টিআরপি কম হ‌ওয়ায় কিছু মানুষ বলতে শুরু করেছিলেন যে মিঠাই আর ঘুরে দাঁড়াতে পারবে না। এমনকি মিঠাই ধারাবাহিক শেষ হয়ে যাবে এমনটা বলতে শুরু করেছিলেন কিছু মানুষ জন কিন্তু ধারাবাহিকের টিআরপি যে কখন কোথায় ঘুরে যায় তা কেউ বলতে পারে না, মিঠাই ধারাবাহিকের ক্ষেত্রে এই একটি কথায় প্রযোজ্য। যে মিঠাই ধারাবাহিক বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের বাইরে চলে গিয়েছিল এই সপ্তাহের টিআরপিতে দেখা যাচ্ছে মিঠাই আবার টিআরপিতে বেড়ে বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের তালিকায় চলে এসেছে। একই সাথে বহুদিন পর স্লট হারিয়েছে গাঁটছড়া ধারাবাহিক। টিআরপিতে বাজিমাত করে জগদ্ধাত্রী ধারাবাহিক বঙ্গ সেরা দ্বিতীয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে। অন্যদিকে আলতা ফড়িং ধারাবাহিক কে হারিয়ে জি বাংলার গৌরী এলো ধারাবাহিক বঙ্গ সেরা ধারাবাহিক হয়েছে।

স্টার জলসার নবাব নন্দিনী ও সাহেবের চিঠি র জয় অব্যাহত রয়েছে। মিঠাইয়ের থেকে স্লট ছিনিয়ে নিয়ে ধুলোকণা বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের মধ্যে ঢুকে পড়েছে। লালকুঠি ধারাবাহিকের এপিসোড ভালো হলেও রহস্য রোমাঞ্চ এই ধারাবাহিক অন্যান্য গতানুগতিক রহস্য রোমাঞ্চ ধারাবাহিকের মতোই টিআরপিতে ভালো ফল করতে পারেনি এই সপ্তাহে ও টিআরপিতে এগিয়ে আছে অনুরাগের ছোঁয়া। অন্যদিকে মাধবীলতাকে হারিয়ে আবারও স্লট ছিনিয়ে নিয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার।

চলুন জেনে নিই এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিক গুলি রয়েছে
১ম। গৌরী এলো (৮.২) (বঙ্গ সেরা)
২য়। জগদ্ধাত্রী (৭.৩)
৩য়। গাঁটছড়া (৭.২)
৪র্থ। ধুলোকনা (৭.১)
৫ম। মিঠাই (৬.৭)

এই সপ্তাহের সম্পূর্ণ টি আর পি তালিকা-
5:00 PM : বিক্রম বেতাল (১.১)
5:30 PM : গুড্ডি (৩.৫) | দিদি No.1 S9 (২.৯)
6:00 PM : নবাব নন্দিনী (৫.৪) | পিলু (৪.৫)
6:30 PM : সাহেবের চিঠি (৬.২) | খেলনা বাড়ি (৬.০)
7:00 PM : গাঁটছড়া (৭.২) | জগদ্ধাত্রী (৭.৩)
7:30 PM : আলতা ফড়িং (৬.৪) | গৌরী এলো (৮.২)(বঙ্গ সেরা)
8:00 PM : ধুলোকণা (৭.১) | মিঠাই (৬.৭)
8:30 PM : মাধবীলতা (৬.১) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
9:00 PM : এক্কা দোক্কা (৪.৯) | এই পথ যদি না শেষ হয় (৫.২)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.১) | লালকুঠি (৪.৩)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৪.৯) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৭)
10:30 PM : গোধূলি আলাপ (৩.১) | উড়ন তুবড়ি (৩.৭)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৬) | শিশু ভোলানাথ (২.২)

NON FICTION শো
রান্নাঘর (১.১)
সা রে গা মা পা (৫.২)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৫)
Dance Dance Junior (৪.৫)

মহালয়ার TRP –
সিংহবাহিনী ত্রিনয়নী (৫.৪)
মা চণ্ডী (৪.১)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.