Advertisement
বিনোদন

ষষ্ঠ বছরে পা দিল হইচই, ঘোষণা একগুচ্ছ নতুন ও আকর্ষণীয় ওয়েব সিরিজের

পঞ্চম বর্ষ পেরিয়ে ষষ্ঠ বর্ষে পা দিল হইচই। আর এই মহা উদযাপনে হইচইয়ের সঙ্গী হতে চলেছেন পরিচালক অরিন্দম শীল ও রাজ চক্রবর্তী। ভারতের শীর্ষে থাকা অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম হইচই দর্শকদের গত পাঁচ বছর ধরে বিনোদনের অগুণিত রসদ জুগিয়ে চলেছে। শুধু এ বাংলারই নয়, ওপার বাংলার দর্শকদেরও মন জয় করেছে হইচই। বাংলাদেশের বেশ কিছু সিরিজ এপার বাংলার দর্শকদেরও মুগ্ধ করেছে। সবকিছু মিলিয়ে হইচই এবার ষষ্ঠ বছরে পা দিতে চলেছে আর সেই উপলক্ষ্যে একগুচ্ছ নতুন সিরিজ নিয়ে আসতে চলেছে তারা।

নতুন একগুচ্ছ সিরিজ
আগামী বছর হইচই এপার–ওপার বাংলার নতুন ২৫টি সিরিজ নিয়ে আসতে চলেছে। যার চিন্তাভাবনার দায়িত্বে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সাহানা দত্ত সহ আরও অনেকে। তবে হইচইয়ের সঙ্গে এই প্রথমবার হাত মেলালেন অরিন্দম শীল ও রাজ চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তী এই প্রথমবার ওয়েব সিরিজ ‘‌ডিএম মল্লিকা’‌র মাধ্যমে ওটিটিতে প্রবেশ করছেন। অন্যদিকে রাজ ঘরণী শুভশ্রীও ‘‌ইন্দুবালা ভাতের হোটেল’‌ দিয়ে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করছেন প্রথমবার। অন্যদিকে অরিন্দম শীল নিয়ে আসছেন ত্রৈলক্য। সৃজিতের হাত ধরে ফের ফেলুদা সিরিজ আসতে চলেছে হইচইতে। এছাড়াও আসবে ব্যোমকেশ, হ্যালো সিরিজের মতো জনপ্রিয় কিছু সিরিজ একেবারে নতুন আঙ্গিকে।

ইন্দু ২
ইশা সাহা অভিনীত ইন্দু–এর প্রথম সিজন দেখার পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে সিজন ২ আসবে। আগামী বছরেই দেখা যাবে সিজন ২, পরিচালনার দায়িত্বে সাহানা দত্ত। রয়েছে পুরনো রহস্যের নতুন উদঘাটন।

একেন বাবু ৬
আবার ফিরছে একেন বাবু সিজন ৬। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য নিজের রসাত্মক বোধ নিয়ে সমাধান করবেন নতুন রহস্যের। তবে এই প্রথমবার কলকাতায় কোনও রহস্যের সামাধন করতে চলেছেন একেন বাবু।

ফেলুদা:‌ ভূস্বর্গ ভয়ঙ্কর
দার্জিলিং জমজমাট–এর পর ফেলুদা সিরিজ নিয়ে সৃজিত মুখোপাধ্যায় ফের ফিরতে চলেছে এটা আগেই জানা ছিল সকলের। এবারের চমক ভূস্বর্গ ভয়ঙ্কর। ইতিমধ্যে ফেলুদা ওরফে টোটা রায়চৌধুরীকে নিয়ে এই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে।

ইন্দুবালা ভাতের হোটেল
হইচই সিরিজের ষষ্ঠতম বর্ষের চমক কিন্তু এটাই। এই প্রথমবার ‌ওয়েব সিরিজে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কল্লোল লাহিড়ির ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাস নিয়েই এই সিরিজ আনছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজে শুভশ্রীকে দেখা যাবে ৭৫ বছরের এক বিধবা মহিলার চরিত্রে। এই সিরিজ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

ডিএম মল্লিকা
পরিচালক রাজ চক্রবর্তী ‘‌ডিএম মল্লিকা’‌র মাধ্যমে ওয়েব সিরিজে ডেবিউ করছেন। তবে এই সিরিজের মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও খোলসা করা হয়নি। এক নারীর রাজনীতির সফর নিয়েই এই সিরিজ বলে জানা গিয়েছে।

শ্রীকান্ত ২
শনি ঘোষ রায়ের হাত ধরে ফের হইচইতে আসতে চলেছে শ্রীকান্ত–এর দ্বিতীয় সিরিজ। এখানেও ঋষভ বসু, সোহিনী সরকার ও মধুমিতা সরকারকে দেখতে পাওয়া যাবে।

ত্রৈলোক্য
বাঙালী মহিলা সিরিয়ল কিলারের গল্প বলবে ‘‌ত্রৈলোক্য’‌। লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের ‘‌রাঢ় কাহিনী’‌ অবলম্বনে তৈরি এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল। তবে এই মহিলা সিরিয়াল কিলারে কাকে দেখা যাবে সেটা পরিচালক বলেননি।

হ্যালো:‌ রিমেমবার মি
সাহানা দত্ত পরিচালিত এই হ্যালো সিরিজে এবার আর রাইমা সেনকে দেখা যাবে না। তার বদলে দর্শকরা দেখতে পাবেন ইশা দত্ত, পায়েল সরকার ও সৌরভ চক্রবর্তীকে। গল্পের মোড়কে আনা হয়েছে নতুন চমক।

রয়েছে আরও সিরিজের চমক
এখানেই শেষ নয়, রয়েছে আরও অনেক সিরিজ। যার মধ্যে অন্যতম জাতিস্বর, অভিরূপ ঘোষের দ্য বেঙ্গল স্ক্যাম:‌ বিমা কাণ্ড, যোগসূত্র, সম্পূর্ণা:‌ দ্য ফাইনাল চ্যাপ্টার, ব্যোমকেশ ও পিঞ্জরাফল, বোধন, মহানগর:‌ অন্তিম পর্ব, ঋত্ত্বিক চক্রবর্তীর গোরা সিজন ২, সরকার, গভীর জলের মাছ, কারাগার ২, কাইজার ২, হোস্টেল ডে, বোধ, মিস্টার কলকাতা, প্রফেসর ভূতনাথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.