Advertisement
দেশ

বন্যা পরিস্থিতি বেঙ্গালুরুতে, তার উপর আগামী দু’দিনও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

গত কয়েকদিনের ভারী বর্ষণে পর্যদুস্ত বেঙ্গালুরু। শহরটির চারিদিকে জলমগ্ন হয়ে পড়ে। এখন অবশ্য ধীরে ধীরে জলস্তর নামছে। কিন্তু তাতে কি! আজই (বৃহস্পতিবার) নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। যা ফের চিন্তায় ফেলেছে বেঙ্গালুরুর মানুষদের।

আবহাওয়া দফতরের দাবি, আগামী দু’দিন আরও ভারী বৃষ্টি হতে পারে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায়। আশঙ্কা করা হচ্ছে, নতুন করে ভারী বর্ষণ হলে বেঙ্গালুরুর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আবহাওয়া দফত জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার উপকূলবর্তী এলাকা ও কর্নাটকের দক্ষিণাংশে ভারী বৃষ্টি হতে পারে। কর্নাটকের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে কদিনের বর্ষণে জল জমে রয়েছে শহরজুড়ে, ডুবে গিয়েছে রাস্তাঘাট-ঘরবাড়ি। এর মধ্যে অভিযোগ উঠেছে, জল বের করার জন্য যথাযথ নিকাশি ব্যবস্থা নেই। তবে এই বেহাল পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে বেঙ্গালুরুর অধিকাংশ স্কুলেই ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃষ্টির জেরে দেশের ‘তথ্যপ্রযুক্তি নগরী’ জলে ডুবে যেতে দৈনিক কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে। বেশ কিছু তথ্য প্রযুক্তি সংস্থা তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার কথাও বলেছে। এই পরিস্থিতিতে আরও দু’দিন বৃষ্টি হলে যে যন্ত্রণা বাড়বে, তা আর আলাদা করে বলার বাকি রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.