Advertisement
দেশবিনোদনরাজনীতি

সানি দেওল নিরুদ্দেশ পোস্টারে ছেয়ে গিয়েছে পাঞ্জাবের পাঠানকোট, কিন্তু কেন?

পাঞ্জাবের পাঠানকোট এলাকায় সানি দেওলের পোস্টার। না কোনো নতুন ছবির পোস্টার নয়। নিরুদ্দেশ পোস্টার! সানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাঞ্জাবের একাধিক এলাকায় এমনই পোস্টার পড়েছে। কিন্তু কেন এই পোস্টার?

সানি আসলে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতার পাশাপাশি গুরদাসপুরের বিজেপি সাংসদও। কিন্তু স্থানীয়দের দাবি, সাংসদ হওয়ার পর থেকে সাধারণ মানুষের ভাল-মন্দের খবর নেওয়ার কোনও চেষ্টাই করেননি এই অভিনেতা। নিজের লোকসভা কেন্দ্রে কোনও প্রয়োজনেই পাওয়া যায়নি তাঁকে। এককথায়, তিনি ‘নিরুদ্দেশ’।

এমতাবস্থায় স্থানীয়দের দাবি, কোনও কাজ না করলে ইস্তফা দিন সানি। এক স্থানীয় বাসিন্দা সানির উপর ক্ষোভ উগরে দিয়ে বলছেন, “সানি দেওল নিজেকে পাঞ্জাবের ছেলে বলে দাবি করেন। অথচ সাংসদ হওয়ার পর কখনও গুরদাসপুর আসেননি। কোনও শিল্পোন্নয়ন ঘটেনি এখানে। সাংসদদের জন্য বরাদ্দ অর্থ খরচ করে কোনও উন্নতি সাধন হয়নি। এমনকী কেন্দ্রীয় কোনও স্কিমও চালু করেননি তিনি। যদি তিনি কোনও কাজই করতে না চান, তাহলে তাঁর ইস্তফা দেওয়া উচিত।”

সাংসদ হিসেবে এর আগেও জনগণের অসন্তোষ কুড়িয়েছেন সানি। এমনকী কৃষি বিল প্রত্যাহার আন্দোলনের সময়ও ধর্মেন্দ্রপুত্রকে পাশে পাননি স্থানীয়রা। যে কারণে একাধিকবার বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে। নিজের এলাকার জন্য তাঁর এহেন উদাসীনতা আর মেনে নিতে পারছেন না এলাকাবাসীরা। সেই কারণেই পোস্টার ছাপিয়ে এহেন প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.