Advertisement
বিনোদন

Rudrajit-Promita: এবার পরিবারের সঙ্গেই অন্য গন্তব্যে রুদ্রজিৎ-প্রমিতা

বর্তমানে রিল লাইফের সম্পর্ক রিয়েল লাইফেও যে এতটা রঙিন হতে পারে, সেটা বোঝা যায় রুদ্রজিৎ-প্রমিতা জুটিকে দেখেই। ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের সেট থেকে পরিচয়, আর সেই থেকেই প্রেম ও বিয়ে। গতবছর ভ্যালেন্টাইনস ডে-র দিনই কাগজেকলমে সাতপাকে বাঁধা পড়েন প্রমিতা চক্রবর্তী এবং রুদ্রজিৎ মুখার্জী। টক-ঝাল-মিষ্টির সম্পর্ক এই জুটির। যেন একে অপরের সুখ-দুঃখের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তারা।
আর শীতের শুরুতেই পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লেন এই জুটি। গন্তব্য কোনো পাহাড় বা সি-বিচ নয়, এক্কেবারে তীর্থের কেন্দ্রবিন্দু গঙ্গাসাগর। কিন্তু আচমকা এমন ডেস্টিনেশন কেন রোম্যান্টিক এই জুটির? কারণটা অবশ্য স্পষ্ট। নিজেদের নয়, বরং পরিবারকে নিয়ে তারা বেরিয়ে পড়েছেন ছুটি কাটাতে।
তবে এবারের এই ট্রিপে রয়েছেন রুদ্রজিতের মা বাবা ও প্রমিলা। কিন্তু নেই প্রমিলার মা বাবা। কারণ, তার বাবার কিছু কাজ থাকায় এবার আর যেতে পারেননি তারা। সপরিবারে বেশ মজা করেই দিনটি কাটাচ্ছেন এই জুটি। সেটি স্পষ্ট প্রমিতার কথাবার্তায়। তিনি বলেন, “এই ছুটির দিনগুলিতে ভীষণ খুশি মা ও বাবা।”
প্রসঙ্গত, দুজনেই ‘পিলু’ ধারাবাহিকে কাজ করছেন গত একবছর ধরে। সম্প্রতি শকনা গেছে, এই ধারাবাহিকটি বন্ধের পথে। বন্ধ হচ্ছে শ্যুটিংও। তাই আপাতত ছুটির মুডে দুজনেই। জানা গেছে, আগামী বছরের শুরুতেই নতুন কাজ হতে আসার আগেই সামাজিক বিয়ে করতে চলেছেন এই জুটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.