Advertisement
বিনোদন

‘আমার সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে তার জন্য দায়ী নানা পাটেকর’, সোশ্যাল মিডিয়ায় এমনই চাঞ্চল্যকর দাবি অভিনেত্রী তনুশ্রী দত্তর

বলিউডের একদা জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত নিজের সমস্যা নিয়ে সরব হতে কখনও পিছুপা হন না। সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং সেখানে অভিনেতা নানা পাটেকর, তাঁর আইনজীবী, তাঁর সহযোগী ও বলিউড মাফিয়াদের বন্ধুদের অভিযোগের কাঠগড়ায় তুলেছেন।

এই বছরের গোড়ার দিকে তনুশ্রী দত্ত তাঁর এক পোস্টের মাধ্যমে সকলের থেকে সাহায্য চেয়েছিলেন। অভিনেত্রীর দাবি ছিল যে, তাণকে হেনস্থা করা হচ্ছে এবং বলিউড মাফিয়ারা তাঁকে টার্গটে করছেন। সম্প্রতি ফের এমন একটি পোস্ট করেন তনুশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, যৌন হেনস্থা নিয়ে মুখ খোলার পর তাঁর গাড়ির ব্রেকে সমস্যার সৃষ্টি করা হয় এবং তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়।

তনুশ্রী এও জানান যে, সম্প্রতি তাঁর একটি দুর্ঘটনাও হয় এবং সেই দুর্ঘটনায় অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার জন্য দু’‌মাস সময় লাগে তাঁর সুস্থ হতে। তনুশ্রী মনে করেন, ওই ঘটনা নেহাতই দুর্ঘটনা ছিল না। ছিল প্ল্যানমাফিক। এছাড়াও অভিনেত্রীর মতে, তাঁর খাবারে নাকি বিষও মেশানো হয়েছিল। তনুশ্রী বলেন, ‘‌একজন পরিচারিকা আমার বাড়িতে কাজ করতে আসে। সে আসার পরেই আমি মারাত্মক অসুস্থ হয়ে যাই। আমার মনে হয় নিশ্চয়ই ও আমার পানীয়তে কিছু মিশিয়ে দিয়েছিল।’‌

কিছু বছর আগে বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী। ২০০৮ সালে একই ছবিতে পাটেকরের সঙ্গে কাজ করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে সরব হতে দেখা যায় তাঁকে। কার্যত এর পর থেকেই বলিউডে হ্যাশট্যাগ মিটুর ঝড় ওঠে।

তনুশ্রী এর আগে তাঁর পোস্টে লিখেছিলেন, ‘‌আমার সঙ্গে যদি কোনও ঘটনা ঘটে থাকে তাহলে তার জন্য মিটু–এর অভিযোগে অভিযুক্ত নানা পাটেকর, তাঁর আইনজীবী ও সহযোগী এবং বলিউড মাফিয়া বন্ধুরা দায়ী। কারা এই বলিউড মাফিয়া?‌ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় যাদের নাম ঘন ঘন উঠে এসেছিল তারাই বলিউড মাফিয়া। ওদের ছবি দেখবেন না। ওদের বয়কট করুন। যারা যারা আমার বিরুদ্ধে মিথ্যে খবর ছাপিয়েছে, মিথ্যে কথা রটিয়েছে, মিথ্যে প্রচার চালিয়েছে তাদের সবার জীবন নরক বানিয়ে দিন।’‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.