Advertisement
বিনোদন

আকাশ থেকে পড়লেন উর্বশী! তাঁর ‘আর পি’ ঋষভ নন, অন্য কেউ

গত কয়েক মাস ধরে ঊর্বশী রওতেলা অনেক ব্যঙ্গ বিদ্রোহ সহ্য করে এবার মুখ খুললেন। সত্যিই কি ক্রিকেটার ঋষভ পন্থের পিছু ধাওয়া করে তিনি অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিলেন টি২০ বিশ্বকাপের সময়? তা নিয়ে খুব বেশি গভীরে গেলেন না অবশ্য। তার দাবি তিনি এতদিন বুঝতেই পারেননি, সমস্যাটা শুরু হয়েছিল ইনস্টাগ্রাম এর ‘আর পি’ নাম ব্যবহার করেছিলেন বলে! ওই নাম আদৌ ঋষভ পন্থের নামের সংক্ষিপ্তকরণ নয়, জানালেন উর্বশী।

সহ অভিনেতা রাম পোথিনেনিকে তিনি নাকি আর পি বলে বুঝিয়েছেন।অভিনেত্রীর কথায়, “আর পি আমার সহ-অভিনেতা রাম পোথিনেনি। আমি জানতামই না যে ঋষভ পন্থকেও লোকে আর পি নামে চেনে!”

উর্বশী আরও জানান, যা কিছু শুনেছেন তিনি, তার অর্ধেক একদম মিথ্যে। বললেন, “লোকে যা খুশি ভেবে নেয়, তার পর তা নিয়ে লিখতে থাকে। আমি বলব, গুজবে কান দেওয়ার আগে একবার যুক্তি দিয়ে ভেবে নেওয়া উচিত। ইউটিউবার বলুক বা যেই হোক, এ ধরনের কথা বললেই আপনি বিশ্বাস করে নেবেন? এত সহজ?”

ঊর্বশীর বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় সামনে হাসাহাসি হচ্ছিল।“ঋষভকে বিরক্ত করবেন না, খেলতে দিন ওঁকে”— এ জাতীয় মন্তব্য ভেসে এসেছে রোজ। এই মন্তব্যে এক প্রকার দুঃখ প্রকাশ করেছে অভিনেত্রী।

তিনি আগেও আক্ষেপ করেছিলেন তাকে নিয়ে নাকি কেউ ভাবে না। তিনি বৃহস্পতিবার জানালেন তাকে বিনা দোষে কাঠগড়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। প্রশ্ন তুললেন উর্বশী ক্রিকেটার বলে সম্মান পাবেন, তিনি অভিনেত্রী বলে কোন সম্মান পাবেন না কেন?তাঁর কথায়, “আমরা সব সময় এই তুলনা দেখতে পাই, ক্রিকেটারদের সম্মান অভিনেতাদের থেকে অনেক বেশি। এর কারণ কি খেলোয়াড়রা বেশি রোজগার করেন? ঠিক জানি না। আমার তো মনে হয় দেশের প্রতিনিধিত্ব যাঁরা করেন তাঁরা সবাই গুরুত্বপূর্ণ। আমিও কত বার দেশের হয়ে কত জায়গা অভিনেত্রী ক্ষোভ উপরে দিলেন। তিনি জানানসমাজমাধ্যম গালিগালাজ করার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। একে অন্যকে অনুপ্রেরণা দিচ্ছে তাতে। এতে ঘৃণা আর হিংসার প্রচার ছাড়া অন্য কী হয়?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.