Advertisement
বিনোদন

Sidhdhanth Vir Surryavanshi : মাত্র ছেচল্লিশ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা

জিমে ওয়ার্কআউট কি ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে? এবার আবারও এই প্রশ্ন তুলে দিল অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী-র আকস্মিক মৃত্যু। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় তারকা সিদ্ধান্ত দর্শকমহলে পরিচিত ছিলেন আনন্দ সূর্যবংশী নামে।
জানা যায় দ্রুত তাঁকে নিকটবর্তী কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা লাগাতার পঁয়তাল্লিশ মিনিট ধরে চেষ্টা করার পরও বাঁচাতে পারেননি সিদ্ধান্তকে। মাত্র ছেচল্লিশ বছর বয়সে প্রয়াত হন টেলিভিশনের এই জনপ্রিয় তারকা। সিদ্ধান্তের অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। তাঁর বন্ধু ও সহকর্মী জয় ভানুশালী সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে সিদ্ধান্তের উদ্দেশ্যে লিখেছেন, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন তিনি। সিদ্ধান্তের মৃত্যুসংবাদ সুনিশ্চিত করেছেন আদিত্য দেশমুখ। হিন্দি ডেইলি সোপ ‘জিদ্দি দিল মানে না’ -তে সিদ্ধান্তের সহ-অভিনেতা ছিলেন আদিত্য।
এবার আবারও জিমে ওয়ার্কআউট করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বারবার প্রশ্ন তুলে দিচ্ছে, ফিটনেস সচেতন হতে গিয়ে তাহলে কি জীবনকেই বাজি রাখছেন অভিনেতারা। মাত্র কয়েক মাস আগে একই ভাবে মৃত্যু হয়েছে রাজু শ্রীবাস্তব -এর। পুনিত রাজকুমার-এর মৃত্যুও হয় জিমে ওয়ার্কআউট করার সময় কার্ডিয়াক অ্যারেস্টের ফলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.