Advertisement
বিনোদন

অস্কার মনোনীত ‘‌ছেলো শো’‌‌–এর শিশু অভিনেতা রাহুল কোলির জীবন কেড়ে নিল ক্যান্সার

১৪ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল ‘‌ছেলো শো’‌, যার ইংরাজি নাম দ্য লাস্ট শো। এবারে এই সিনেমা ভারত থেকে অস্কারে মনোনীত হয়েছিল। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করা শিশুশিল্পী রাহুল কোলির আর এই দিনটি দেখে যেতে পারল না। মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে না-ফেরার দেখে চলে গিয়েছে সে। ১০ বছরের রাহুল ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল। জানা গিয়েছে, গত ২ অক্টোবর রাহুল মারা যায় এবং তার শেষকৃত্য সম্পন্ন হয় জামনগরের কাছে হাপা গ্রামে।
রাহুলের বাবা রামু কোলি এই খবরের নিশ্চিত করে জানিয়েছেন। পেশায় অটো চালক রামু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‌রাহুল খুব খুশি ছিল এবং আমাকে প্রায়ই বলত যে ১৪ অক্টোবরের পর আমাদের জীবন বদলে যাবে। কিন্তু তার আগেই সে চলে গেল।’‌ জানা গিয়েছে, রাহুলের প্রবল জ্বর দেখা দিয়েছিল যার জেরে তাকে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বহু চিকিৎসা চলে। এরপর আহমেদাবাদ থেকে তাকে জামনগরে নিয়ে আসা হয়। মৃত শিশুশিল্পীর বাবা বলেন, ‘২ অক্টোবর, রবিবার, রাহুল প্রাতঃরাশ করে এবং তার কিছু ঘণ্টার মধ্যেই তার জ্বর চলে আসে, তিনবার সে রক্তবমি করে এবং এর কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান আমাদের ছেড়ে চলে যায়। আমাদের পরিবার ভেঙে গিয়েছে। রাহুলের পরলৌকিক ক্রিয়া হয়ে গেলে আমরা তার শেষ ছবি অবশ্যই দেখবো ১৪ অক্টোবর।’‌
রামু জানান, রাহুলের চিকিৎসার জন্য তিনি তাঁর অটো বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু এই সিনেমার নির্মাতারা যখন এটা জানতে পারেন, তারা সেই অটো তাঁকে ফিরিয়ে দিতে সহায়তা করেছিল। এই সিনেমার পরিচালক পান নলিন বলেন, ‘‌আমরা কয়েক সপ্তাহ ধরে পরিবারের সঙ্গে রাহুলের দেখাশোনা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না।’‌ প্রসঙ্গত, ‘ছেলো শো’ একটি গুজরাতি ছবি। এক ৯ বছরের শিশুকে কেন্দ্র করে এর গল্প। এই শিশুটি সিনেমা ভালোবাসে এবং নিজের গরমের ছুটি কাটায় প্রজেকশন বুথে বসে। এই শিশুটি সব সময় নতুন কিছু খুঁজে পেয়ে আনন্দিত হয়। কিন্তু যন্ত্রণা এখানেই, ১০ বছরের রাহুলের জীবনের খোঁজ শুরুর আগেই শেষ হল এই ভাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.