Advertisement
বিনোদন

ব্রহ্মাস্ত্র ছবির সমালোচনায় কঙ্গনা রানাউত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো কারণে আলোচনার বিষয় হয়ে থাকেন। তিনি সাহসী স্বভাবের জন্য বিশেষ ভাবে পরিচিত। বলিউড তারকার অনেকই তার নিশানায় থাকেন। তবে সম্প্রতি মুক্তি প্রাপ্ত রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ ছবি নিয়ে কঙ্গনা সমালোচনা করেছেন। এই ছবির পরিচালক অয়ন মুখার্জি ও যারা এই ছবির প্রশংসা করেছে তাদের কটাক্ষ করেছেন।

এদিকে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি দেখার পর দর্শকেরা ছবির মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কেউ এই ছবির প্রশংসা করেছেন তো কেউবা আবার এই ছবিকে কটাক্ষ করেছেন। তবে এবার অভিনেত্রী কঙ্গনা করণ জহর, আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সরাসরি সমালোচনা করেছেন। আসলে তিনি ইনস্টাগ্রামে স্টোরিজের মাধ্যমে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রতিক্রিয়া জানিয়েছেন।

কঙ্গনা ইন্সট্রা স্টোরিজে লিখেছেন, “যখন আপনি মিথ্যে বলার চেষ্টা করেন তখন এমন ঘটে। এদিকে করন জহর প্রতিটি শো-তে আলিয়া ভাট ও রণবির কাপুরকে সেরা তারকা এবং অয়ন মুখার্জিকে জিনিয়াস বলে আখ্যা দিয়েছিলেন। তবে অয়ন এবার সেটা বুঝতে পারছে। ”

পরের অন্য একটি স্টোরিজে লেখাছিল, “৬০০ কোটি টাকার ছবিতে যদি এই হাল হয় তাহলে এটি প্রমাণ করে পরিচালক কখনোই ছবি করেনি। এই ছবিটি তৈরি করতে ৪০০ দিন শুটিং চলেছে, ১৪ টি ডিওপি এবং ৮৫ জন সহকারী পরিবর্তন করেছেন। ফক্স স্টুডিও গুলিতে এই ছবিকে বিনিয়োগ করার জন্য নিজেদের বিক্রি করতে হয়েছিল। বর্তমানে করন জোহরের কত স্টুডিও বন্ধ হয়ে পড়ে আছে। ”

এরপর অয়ন মুখার্জিকে যারা জিনিয়াস বলেছেন তাদের উপর নিজের ক্ষোভ ঝেড়েছেন। তিনি বলেছেন ৬০০ কোটি টাকা খরচ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ৬০০ কোটি টাকা পুরো বরবাদ। এরপর করন জোহরের ‘কফি উইথ করণ 7’ মনে করিয়ে দিয়ে বলেন তার আচরণ নিয়ে তো প্রশ্ন করা উচিত। তিনি বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। তিনি বলেন চলচ্চিত্র মাফিয়ারা সব নষ্ট করে ফেলেছে। তিনি নিজে রিভিউ কেনেন।

এদিকে এই বছরই আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিওয়ারি’ প্রকাশের আগে পরোক্ষভাবে কটাক্ষ করেছিল। যেখানে তিনি ইন্সট্রা স্টোরিজে লিখেছিলেন, “এই ছবির সবচেয়ে বড় ভুল কাস্টিং।” এরপর তিনি আবার আলিয়া, রনবীর ও অয়ন মুখার্জীকে টার্গেট করলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.