Advertisement
বিনোদন

OTT প্ল্যাটফর্মে ৪ টি বিগ বাজেটে সিনেমা মুক্তি পেতে চলেছে

বর্তমান সময়ে ওটিটির জনপ্রিয়তা তুঙ্গে। ওটিটিতে এখন মানুষ বিনোদন দেখতে বেশি পছন্দ করেছেন। যে কারণে একের পর এক বড় বাজেটের ছবিও মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আপনিও যদি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখতে পছন্দ করেন, তবে সেপ্টেম্বর মাসটি আপনার জন্য আনন্দদায়ক হতে চলেছে। চলতি সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বেশ কিছু ছবি। অক্ষয় কুমারের ‘পাপেট’ থেকে শুরু করে তামান্না ভাটিয়ার ‘বাবলি বাউন্সার’ সহ মোট ১৭টি সিনেমা মুক্তি পাবে চলতি মাসে। আজকের প্রতিবেদনে ৪টি এমন বিগ বাজেটের ছবি সম্পর্কে বলতে যাচ্ছি, যা চলতি মাসেই মুক্তি পেতে চলেছে।

১) ব্রহ্মাস্ত্র
অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি গত ৯ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি তিনটি পর্বে মুক্তি পাবে। সবেমাত্র ছবিটির প্রথম পর্বটি মুক্তি পেয়েছে। ছবিটি নির্মাণ করতে ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দম্পতি তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রসঙ্গত, ছবির শুটিং চলাকালীন সময়ে এই দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া ছবির কিছু গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে নাগার্জুন আক্কিনেনি, অমিতাভ বচ্চন, মৌনি রায়কে।

২) অবতার
জেমস ক্যামেরন পরিচালিত ‘অবতার’ ছবিটি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবি। ছবিটি নির্মাণে খরচ পড়েছিল ১৬০০ কোটি টাকা। সেই অবতার ছবিটি এবার ভারতীয় ভাষায় মুক্তি পাবে। অস্কার জয়ী এই ছবিটি ভারতে আগামী ২৩সে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। প্রসঙ্গত, জানা যাচ্ছে ছবির দ্বিতীয় পর্ব ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ নিয়েও কাজ চলছে। যা চলতি বছরের ১৬ ডিসেম্বর সমগ্র বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে।

৩) বিক্রম ভেধা
‘বিক্রম ভেধা’ ছবিটি আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিটি দক্ষিণ ভারতীয় ছবি ‘বিক্রম ভেধা’-এর রিমেক, যা ২০১৭ সালে মুক্তি পেয়েছিল। দক্ষিণ ভারতীয় এই ছবিটিতে অভিনয় করেছিলেন আর মাধবন এবং বিজয় সেতুপতি। ছবির হিন্দি রিমেক মুক্তি পেতে চলেছে, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। এছাড়া সাইফ আলি খান, রাধিকা আপ্তে এবং রোহিত সরফকে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবিটি ১৭৫ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে।

৪) পন্নি সেলভান-১
আসন্ন ‘পন্নি সেলভান-১’ ছবিটি পরিচালনা করেছেন পরিচালক মণি রত্নম। ছবিটি আগামী ৩০সে সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ৫০০ কোটি টাকা বাজেটে ছবিটি নির্মিত হয়েছে। ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন সহ রয়েছে অভিনেতা বিক্রম, জয়ম রবি, কার্তি, এবং ত্রিশাকে অভিনয় করতে দেখা যাবে। এটি হিন্দি সহ তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.