Advertisement
বিনোদন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ নিয়ে ছবি তৈরি হচ্ছে দক্ষিণে, শুটিং লোকেশন থেকে বাদ বাংলা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ নিয়ে ছবি তৈরি হচ্ছে দক্ষিণে

বাংলার কালজয়ী লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত যে অসাধারণ উপন্যাস, গল্প আমাদের উপহার দিয়ে গিয়েছেন তা গুণে শেষ করা যাবে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ‍্যায়ের ১২৮ তম মৃত‍্যুবার্ষিকীতে জানা গিয়েছিল, ‘আনন্দমঠ’ উপন‍্যাস নিয়ে ছবি তৈরি হতে চলেছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ছবির নাম ‘‌১৭৭০’‌। তবে ছবির শুটিং লোকেশন থেকে ব্রাত্য বাংলা।
ছবির পরিচালক অশ্বিনী গঙ্গারাজু । ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল ‘বন্দে মাতরম’ গান। তারই ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই ছবি তৈরির ভাবনা। তবে এই সিনেমার মুখ্য ভূমিকায় কারা অভিনয় করবেন তা নিয়ে কিছু সামনে আসেনি। চলছে প্রি–প্রোডাকশনের কাজ। প্রথমে কথা ছিল, ছবির শুটিং-এর বেশ খানিকটা অংশ হবে বাংলায়। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়ল বাংলা। তবে কেন বাংলাকে বাদ দিয়ে এই শুটিং করা হবে সে বিষয়টি স্পষ্ট নয়। শুটিং হবে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতেই।
ইতিমধ্যেই এই ছবির পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ইংরেজ বাহিনীর দিকে রণংদেহী মূর্তি নিয়ে ধেয়ে যাচ্ছেন এক গেরুয়াধারী সাধু। হাতে তলোয়ার ধরা সেই পেশিবহুল সাধুর পিঠের দিকটাই কেবল দৃশ‍্যমান। পোস্টারে বড় বড় অক্ষরে ফুটে উঠেছে ছবির নাম ‘১৭৭০’। চিত্রনাট‍্য লিখছেন বিজয়েন্দ্র প্রসাদ এবং জি স্টুডিওর সুজয় কুট্টি এবং লেখক তথা শর্ট ফিল্ম নির্মাতা রাম কমল মুখোপাধ‍্যায় ছবির ক্রিয়েটিভ প্রযোজক হিসাবে থাকছেন। রাম কমল মুখোপাধ্যায় অবশ্য জানিয়েছেন যে বাংলায় ছবি তৈরির মতো পরিকাঠামো না থাকায় খরচের কথা মাথায় রেখেই দক্ষিণ ভারতেই হতে চলেছে ছবির শুটিং। ‘১৭৭০’ মোট ছয়টি ভাষাতে মুক্তি পাবে, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালামের সঙ্গে থাকছে বাংলা ভাষাও। বহুদিন পর বাংলার জন্য আলাদা করে ডাব করা হবে কোনও বিগ বাজেট ছবি। এই ছবি নিয়ে বাঙালি দর্শকদের যে আলাদা প্রত‍্যাশা থাকবে তা বলা বাহুল‍্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.