Advertisement
বিনোদন

‘ক্ষমতা থাকলে আমায় বয়কট করে দেখান’, চ্যালেঞ্জ ছুড়ে নিজেই বিপাকে তাপসী, বক্স অফিস সংকটে ‘দোবারা’

তাপসী পান্নুর নতুন ফিল্ম 'দোবারা' বক্স অফিসে আয়ের দিক থেকে প্রথম দিন থেকেই সংকট এ পড়ল

চলতি বছরে অনেকগুলি বলিউড সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে বেশির ভাগ ছবিই তেমন সাড়া ফেলতে পারেনি বক্সঅফিসে। প্রসঙ্গত, গত কয়েক বছরে বলিউড অনেকটা তলানিতে নেমেছে। ছবির গল্প ভালো হলেও, দর্শকেরা নানা কারণে তা প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’ ছবিটিও বক্সঅফিসে মুখ তুবড়ে পড়েছে।

এদিকে গত ১৯শে আগস্ট অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দোবারা’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে প্রথম দিনের কালেকশন শুনলে আপনি অবাক হবেন। আপনাদের জানিয়ে রাখি, প্রথম দিনে ছবিটি বক্সঅফিসে ভালো ওপেনিং করতে পারেনি। তবে চলচ্চিত্র সমালোকদের দ্বারা ছবিটি দারুণ প্রসংশিত হয়েছিল। ‘লাল সিং চাড্ডা’-র মতো এই ছবি নিয়েই কোনো বিতর্ক ওঠেনি। তার সত্ত্বেও প্রেক্ষাগৃহ খালি থাকায় অনেকটাই আতঙ্কিত ও মন খারাপে রয়েছেন নির্মাতা থেকে শুরু করে ছবির শিল্পীরা।

ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এছাড়া ছবিতে রাহুল ভাট, পাভেল গুলাটি এবং সুকান্ত গোয়েলকেও অভিনয় করতে দেখা যাবে। জানিয়ে রাখি, এর আগে ২০২০ সালে মুক্তি প্রাপ্ত ‘থাপ্পাড’ ছবিতে তাপসী পান্নু এবং পাভেল গুলাটি এক সঙ্গে কাজ করেছিল। ‘দোবারা’ ছবিটি একতা কাপুরের কাল্ট মুভিজ, বালাজি টেলিফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে, যা একটি সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম।

কয়েকমাস আগে অভিনেত্রী তাপসী পান্নু অভিনীত ‘শাবাশ মিঠু’ ছবিটি মুক্তি পেয়েছিল। তবে সেটিও বক্সঅফিসে সারা ফেলতে ব্যার্থ হয়েছিল। ‘শাবাশ মিঠু’ ছবিটি প্রথম দিন বক্সঅফিসে ৩৯ লক্ষ টাকার ব্যাবসা করেছিল। ছবিটির সপ্তাহান্তে আয় হয়েছিল ১.৫৭ কোটি টাকা এবং মোট ২.০১ কোটি টাকার ব্যাবসা করতে পেরেছিল। একইভাবে সদ্য মুক্তি প্রাপ্ত ‘দোবারা’ ছবিটিও বক্সঅফিসে সাড়া ফেলতে পারেনি।

প্রথম দিনে মাত্র ৩০-৪০ লক্ষ টাকার ব্যাবসা করতে পেরেছে ছবিটি। দুই বেলার শো টাইমে প্রেক্ষাগৃহে মাত্র ৭-৮% আসন ভর্তি হচ্ছে। এমন পরিস্থিতিযে অনেকেই মনে করছেন, ছবিটি বক্সঅফিসে ফ্লপ প্রমাণিত হতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি দোবারা ছবিটি বাজেট ছিল ৩০ কোটি টাকার কাছাকাছি। এভাবে চলতে থাকলে ছবিটি ১.৫ – ২ কোটি টাকার বেশি আয় করতে পারবে না বলে চলচ্চিত্র সমালোকরা মনে করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.