Advertisement
Uncategorizedবিনোদন

করণের জেরার মুখে সব ফাঁস! অবশেষে সম্পর্কের কথা স্বীকার করলেন কিয়ারা-সিদ্ধার্থ

সিদ্ধার্থ-কিয়ারার প্রেমে কর্ণের কর্ণপাত

কর্ণ সিদ্ধার্থ-কিয়ারাকে সাবধান করে দিলেন। কর্ণ তাদের সম্পর্কের কথা ফাঁস করে দেয়। সে বলে বিয়েতে না ডাকলে চর মারবে। তারা কিছুতেই তাদের সম্পর্কের কথা বলতে চায়না। কিন্তু কর্ণ ও নাছোড়বান্দা , সে জর করে সব জানতে চায়। কফির আড্ডায় ডেকে সঞ্চালক কর্ণ জোহর এমন সব প্রশ্ন করেন যার উত্তর এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। এ বার ফাঁস করলেন সিদ্ধার্থ মলহোত্র আর কিয়ারা আডবাণী রহস্যও। কী চলছে তাঁদের মধ্যে? প্রেম তো নিশ্চয়ই। কিন্তু কিছুতেই বলবেন না তাঁরা। শেষমেশ ‘কফি উইথ কর্ণ’-এর বুধবারের পর্বে কর্ণের মুখে পড়লেন দুটিতে। স্বীকার করতে বাধ্য হলেন, কেবল প্রেম নয়, রীতিমতো বিয়ের পরিকল্পনা আছে তাঁদের।

সম্প্রতি এক পর্বে, ‘কবির সিংহ’-এর সহ-অভিনেতা শাহিদ কপূরের সঙ্গে হাজির ছিলেন কিয়ারা। কর্ণ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্ক কি প্রীতি আর কবিরের মতো হিংসাত্মক? উত্তরে কিয়ারা হাসতে শুরু করেন। কর্ণের ছল ‘ধূর্ত’ বলেও উল্লেখ করেছিলেন।

অন্য দিকে সিদ্ধার্থও সেই জিজ্ঞাসাবাদের সাক্ষী। এক সময় আর থাকতে না পেরে বললেন, ‘‘ওকে কেন এত প্রশ্ন করছ!’’কিন্তু কর্ণ ইতিমধ্যেই উৎসবের মেজাজে চলে গিয়েছেন। যেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের সানাই বেজেই উঠেছে। সেই দেখে সিদ্ধার্থ বলেন, ‘‘বেশ! তুমি যখন শুরুই করে দিয়েছ, আমাদেরও প্রস্তুত হতে দাও!’’ তারা স্বীকার করে নেয় যে তাদের মধ্যে সম্পর্ক আছে। এবং সিদ্ধার্থ বলে যে সবাই শিখে থাকতে চাই তাই তারাও ভালো থাকতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.