প্রযুক্তি

রাত পোহালেই লঞ্চ হবে সবচেয়ে সস্তার ভেরিয়েন্ট Mahindra Thor এসইউভির! দাম শুনলে আপনিও অবাক হবেন

বড়ো চমক হিসেবে নতুন বছরে আসতে চলেছে মাহিন্দ্রার Thar SUV-র একটি নতুন সস্তা ভ্যারিয়েন্ট। নতুন কালার অপশন যোগ ছাড়াও আলাদা রকমের ইঞ্জিন-সহ একগুচ্ছ পরিবর্তন করা হবে এতে। সংস্থার তরফ থেকে এই মাহিন্দ্রা থরের সেই টু-হুইল ড্রাইভ (2WD) ভ্যারিয়েন্টের প্রচারপত্র অর্থাৎ ব্রোসার প্রকাশ করা হয়েছে। গাড়িটির দাম আনুষ্ঠানিক ভাবে জানানো হবে ৯ই জানুয়ারি।

প্রথমেই বলা ভালো এই টু-হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট কিন্তু আক্ষরিক দিক থেকে পূর্ববর্তী সংস্করণের মতোই, তবে এতে 4×4 ব্যাজ অনুপস্থিত। এবারে থর আসছে দুটি নতুন রঙের কম্বিনেশন- ব্লেজিং ব্রোঞ্জ এবং এভারেস্ট হোয়াইট। তাছাড়াও এই 2WD সংস্করণটিতে রয়েছে হার্ড টপ রুফ (Roof)। মাহিন্দ্রার জনপ্রিয় এসইউভি মডেল XUV300-তে ব্যবহৃত ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে সস্তা থর।

মাহিন্দ্রা থরের 2WD ও 4WD-র মধ্যে পার্থক্য কী? সেই নিয়েও নানান প্রশ্ন ওঠে। নতুন সস্তা সংস্করণে চালিকাশক্তি জোগাবে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১১৭ বিএইচপি আউটপুট মিলবে। অন্য দিকে 4×4 সংস্করণটিতে রয়েছে ২.২ লিটারের সিক্স স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন সমৃদ্ধ ইঞ্জিন। তবে 2WD এবং 4WD উভয় ভার্সনেই ২.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন বিকল্প হিসাবে উপলব্ধ। সঙ্গে থাকবে ৬ স্পিডযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স অথবা টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম।

এই মুহূর্তে ১৩.৫৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে মাহিন্দ্রা থরের ফোর হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টগুলির এক্স শোরুম মূল্য। ১৬.২৯ লাখ টাকা দাম রাখা হয়েছে টপ মডেলটির। তবে লক্ষণীয়ভাবে দাম বেশ কম হবে Mahindra Thor 2WD এর। ১০ লক্ষ টাকার আশেপাশে শুরু হতে পারে এক্স শোরুম প্রাইস। Force Gurkha এবং শীঘ্রই লঞ্চ হতে চলা Maruti Suzuki Jimmy এর সাথে টক্কর নেবে এটি।
বড়ো চমক হিসেবে নতুন বছরে আসতে চলেছে মাহিন্দ্রার Thar SUV-র একটি নতুন সস্তা ভ্যারিয়েন্ট। নতুন কালার অপশন যোগ ছাড়াও আলাদা রকমের ইঞ্জিন-সহ একগুচ্ছ পরিবর্তন করা হবে এতে। সংস্থার তরফ থেকে এই মাহিন্দ্রা থরের সেই টু-হুইল ড্রাইভ (2WD) ভ্যারিয়েন্টের প্রচারপত্র অর্থাৎ ব্রোসার প্রকাশ করা হয়েছে। গাড়িটির দাম আনুষ্ঠানিক ভাবে জানানো হবে ৯ই জানুয়ারি।

প্রথমেই বলা ভালো এই টু-হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট কিন্তু আক্ষরিক দিক থেকে পূর্ববর্তী সংস্করণের মতোই, তবে এতে 4×4 ব্যাজ অনুপস্থিত। এবারে থর আসছে দুটি নতুন রঙের কম্বিনেশন- ব্লেজিং ব্রোঞ্জ এবং এভারেস্ট হোয়াইট। তাছাড়াও এই 2WD সংস্করণটিতে রয়েছে হার্ড টপ রুফ (Roof)। মাহিন্দ্রার জনপ্রিয় এসইউভি মডেল XUV300-তে ব্যবহৃত ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে সস্তা থর।

মাহিন্দ্রা থরের 2WD ও 4WD-র মধ্যে পার্থক্য কী? সেই নিয়েও নানান প্রশ্ন ওঠে। নতুন সস্তা সংস্করণে চালিকাশক্তি জোগাবে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১১৭ বিএইচপি আউটপুট মিলবে। অন্য দিকে 4×4 সংস্করণটিতে রয়েছে ২.২ লিটারের সিক্স স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন সমৃদ্ধ ইঞ্জিন। তবে 2WD এবং 4WD উভয় ভার্সনেই ২.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন বিকল্প হিসাবে উপলব্ধ। সঙ্গে থাকবে ৬ স্পিডযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স অথবা টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম।

এই মুহূর্তে ১৩.৫৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে মাহিন্দ্রা থরের ফোর হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টগুলির এক্স শোরুম মূল্য। ১৬.২৯ লাখ টাকা দাম রাখা হয়েছে টপ মডেলটির। তবে লক্ষণীয়ভাবে দাম বেশ কম হবে Mahindra Thor 2WD এর। ১০ লক্ষ টাকার আশেপাশে শুরু হতে পারে এক্স শোরুম প্রাইস। Force Gurkha এবং শীঘ্রই লঞ্চ হতে চলা Maruti Suzuki Jimmy এর সাথে টক্কর নেবে এটি।

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

4 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

4 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

4 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

4 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

4 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

4 months ago