খেলা

পা গলিয়েই এই রোহিতের জুতোতে দ্রুততম ২০০,চট্টগ্রামে ঈশান-রাজ, সঙ্গত বিরাটের

ঈশান কিশনের প্রথম শতরান আন্তর্জাতিক মঞ্চে। যদিও তিনি রোহিত শর্মার জায়গায় খেলতে নেমে ১০০ রান করে থেমে থাকেননি। ২০০ রানে পৌঁছে গেলেন তিনি। বিরাট কোহলি সেই সময় তার সঙ্গে সঙ্গী।উল্টো দিক থেকে তিনি দেখলেন তরুণ ওপেনারের ব্যাটে ভারতের বিরাট রানের ইনিংস। ২১০ রান করেন ঈশান।

গত ম্যাচে চোট পাওয়ায় রোহিত খেলতে পারেননি। ঈশান তাই সুযোগ পান বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে। আর তিনি সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। ঈশান ১২৬ বলে ২১০ রান করেন। তিনি ভেঙে দিলেন ক্রিস গেলের রেকর্ড।ওয়েস্ট ইন্ডিজ়ের ওপেনার ১৩৮ বলে দ্বিশতরান করেছিলেন। সেটাই এত দিন এক দিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান ছিল।

ঈশান চতুর্থ ব্যাটসম্যান হিসাবে এক দিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন।তাঁর আগে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ এবং রোহিত শর্মার এক দিনের ক্রিকেটে দ্বিশতরান রয়েছে। যোগ হল সেই তালিকায় ঈশানের নামও। ঈশানের বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস।এর আগে বিশ্বের কোনও ব্যাটার এক দিনের ক্রিকেটে বাংলাদেশে ২১০ রান করেননি।

মাত্র ১৫ রান যখন ভারতে তখন সাজঘরে ফিরে যান ধাওয়ান। সেইখান থেকে বিরাট এবং ইশান ২৯০ রানের জুটি গরলেন।১৩১ বলে ২১০ রানের ইনিংসে ঈশান মারেন ২৪টি চার এবং ১০টি ছক্কা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ঈশান। বিরাটও তাঁকে সুযোগ দিয়ে যাচ্ছিলেন। এক দিকে ধরে রেখেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই সময় ঈশান বাংলাদেশের ব্যাটারদের উপর আক্রমণ চালালেন। মাঠের বাইরে ফেললেন একের পর এক বোলারকে।

চট্টগ্রামের ম্যাচের কোন গুরুত্ব নেই সিরিজের খেলার দিক থেকে। কিন্তু ঈশান সেই ম্যাচকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগে নির্বাচকদের খাতায় নিজের নামটা তুলে রাখলেন। ধাওয়ান ধারাবাহিকভাবে ব্যর্থ।পরের সিরিজ়ে রোহিত ফিরলে তাঁর সঙ্গে যে তরুণ ঈশানকে দেখা যেতেই পারে। সে ক্ষেত্রে সাজঘরে বসতে হতে পারে ধাওয়ানকে। ঈশানও চাইবেন ধারাবাহিক ভাবে রান করে দলে নিজের জায়গা পাকা করতে।

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

6 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

6 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

6 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

6 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

6 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

6 months ago