প্রযুক্তি

২০২২ সালে ভারতে কোন গাড়ি এত পরিমাণ বিক্রি হলো?

২০২২-এর গোটা বছর  মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (Maruti Suzuki India Limited) বা এমএসআইএল-এর অন্দরমহলে ব্যস্ততা ছিল তুঙ্গে। বিশেষ তৎপরতা ছিল নিজেদের বিক্রি বাড়ানোতে। পাশাপাশি ছিল নতুন মডেল বাজারে হাজিরের তাগিদ। Maruti Suzuki WagonR এদিকে গত বছরের প্রথমার্ধের প্রতি মাসে বেস্ট সেলিংয়ের তকমা নিজের দখলে রাখতে সক্ষম হয়েছিল । যদিও উলটপূরাণ ঘটতে দেখা যায় Maruti Alto K10-এর নয়া ভার্সন লঞ্চের পর । এরপর কখনও Baleno আবার কখনো Alto K10-এর নাম তালিকার শীর্ষে থাকতে দেখা গিয়েছে। তবে বছরের শেষে ‘ওস্তাদের মার শেষ রাতে’ দেখিয়ে দিল হ্যাচব্যাক মডেল WagonR।

মারুতি সুজুকি ওয়াগনআর এর আপডেটেড মডেল লঞ্চ হয়েছিল ২০২২ এ ফেব্রুয়ারিতে। বর্তমানে ৫.৪৭ লক্ষ টাকা থেকে ৭.২ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত এর বাজার মূল্য। নতুন বছর শুরু হতেই আগের বছর অর্থাৎ ২০২২-এর সর্বাধিক গাড়ি বিক্রির তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে শীর্ষস্থানে জ্বলজ্বল করছে Maruti WagonR-এর নাম। দেশের মধ্যে একমাত্র মডেল, যার গোটা বছরের বিক্রির অঙ্ক ২ লক্ষ পার করেছে। ২০২২-এ মোট ২,২১,৮৫০ জন ক্রেতার মুখ দেখেছে হ্যাচব্যাকটি।

প্রসঙ্গত, মারুতি সুজুকি ওয়াগনআর এর পথচলা শুরু হয়েছিল ১৯৯৯ সালে। বর্তমানে তৃতীয় প্রজন্মে বাজারে চলে গিয়েছে গাড়িটি। এরপর বড়সড়ো আপডেট পেয়েছিল ২০১৯ সালে। নতুন প্ল্যাটফর্ম এবং নয়া ডিজাইন সহ এসেছিল এটি। আবার কেবিনটি আগের চাইতে বড় করা হয়। বর্তমানে গাড়িটির প্রায় ৩০ লক্ষ ইউনিট মডেল রাস্তায় চলাচল করছে। যে কারণে ভারতের সফলতম গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছে এটি।

Maruti Suzuki WagonR পেট্রোল এবং সিএনজি-এর পাশাপাশি একটি ট্যুর-প্রধান ভ্যারিয়েন্টে উপলব্ধ। গাড়িটি ১.০ লিটার থ্রি-সিলিন্ডার পেট্রোল এবং ডুয়েল জেট ডুয়েল ভিভিটি টেকনোলজি সহ ১.২ লিটার ফোর-সিলিন্ডার পেট্রোল – এই দুই ধরনের ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যায়। প্রথমটি এক লিটার জ্বালানিতে ২৫.১৯ কিলোমিটার পথ চলে। আর ১.২ লিটার ইঞ্জিনটি থেকে ২৪.৪৩ কিলোমিটার মাইলেজ মেলে। এছাড়া, সিএনজি ভার্সনে (LXI ও VXI ট্রিমে উপলব্ধ) ১ কেজি জ্বালানিতে ৩৪.০৫ কিলোমিটার মাইলেজ দেয়।

WagonR-এর ফিচারের তালিকায় উপস্থিত একটি ৭ ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। যাতে নেভিগেশন, ক্লাউড বেস্ড সার্ভিসেস, ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, রিভার্স পার্কিং সেন্সর, হিল হোল্ড অ্যাসিস্ট, চারটে স্পিকার, মাউন্টেড কন্ট্রোল সহ স্টিয়ারিং হুইল, একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং আরও অন্যান্য বৈশিষ্ট্য।

অন্যদিকে, গাড়িটির Tour H3 প্যাসেঞ্জার ট্যাক্সি সেগমেন্টের জন্য কমার্শিয়াল মডেলটি পেট্রোল এবং এস-সিএনজি ভার্সনে বিক্রি করা হয়। সলিড হোয়াইট, পুলসাইড ব্লু, ম্যাগমা গ্রে, ম্যাগমা গ্রে/ব্ল্যাক রুফ, সিল্কি সিলভার, নাটমেগ ব্রাউন, গ্যালান্ট রেড, গ্যালান্ট রেড/ব্ল্যাক রুফ – এই আটটি রঙে বেছে নেওয়া যায় গাড়িটি।

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

4 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

4 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

4 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

4 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

4 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

4 months ago