রাজনীতি

‘টাইম হো গয়া’! শাহ শহর ছাড়তে না ছাড়তেই শুভেন্দু অধিকারীর মুখে ফিরে এল ‘সময় রহস্য’

শুভেন্দু ‘ডিসেম্বর তত্ত্ব’ খারিজ হয়ে যাওয়ার ইঙ্গিত মিলতেই জানুয়ারিতে গিয়েছেন। এটাও পরে জানিয়েছেন যে, বিভিন্ন তারিখ জানিয়েছিলেন তিনি ব্যক্তিগতভাবে। কিন্তু তার মুখে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরের মধ্যে ফের ‘সময়’ ফিরে এল।শনিবার শাহকে বিদায় জানাতে গিয়ে বিমানবন্দরে শুক্রবার রাতে দলীয় দফতরে হওয়া বৈঠকের কথা বলেন। শুভেন্দু বক্তার নাম না করে দাবী করেন,‘‘কালকের বৈঠকের একটা কথাই শুধু আমি বলতে পারি। তবে কে বলেছেন সেটা বলব না। কথাটা হল, ‘টাইম হো গয়া’।’’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ‘সময়’ নিয়ে তো নয়ই, শুক্রবার রাতে শাহের বৈঠক সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি।তিনি বলেন, ‘‘অমিত শাহের সঙ্গে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে কথা হয়েছে। সেই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা হয়েছে। সেগুলো আমি প্রকাশ্যে বলতে পারব না। কিন্তু তাতে ভবিষ্যতে বাংলার জন্য ভাল দিন আসছে।’’ শুভেন্দু এর পরেই ‘টাইম হো গয়া’ প্রসঙ্গ উত্থাপন করেন।সেই কথার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘‘‘টাইম হো গয়া’ মানে পশ্চিমবঙ্গের বড় বড় ডাকাত, চোর, অত্যাচারী, পরিবারবাদ এবং তোষণবাদের আমদানি করা লোকেদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা আইন ও সংবিধান মেনে করা উচিত, সেটা নেওয়া হবে। এ ব্যাপারে আমরা আশ্বস্ত এবং গতকালের বৈঠকের পরে উৎসাহিত।’’

উল্লেখ্য, শুভেন্দু কিছুদিন ধরেই বেশ কিছু তারিখের উল্লেখ করে আসছেন। তৃণমূল যা নিয়ে লাগাতার আক্রমণ করে চলেছে। দ্বিমত দেখা গিয়েছে বিজেপি শিবিরেও। গত কয়েক মাস ধরে শুভেন্দু বলে আসছে, রাজ্য সরকার ডিসেম্বরে সংকটে পড়বে। সুকান্ত প্রথম দিকে চুপ থাকলেও পরে সেই সুরে সুর মেলান।পরে কিছুটা সরে সুকান্ত ‘জাঁকিয়ে শীত পড়ায় কাঁপুনি হবে’ বলে বিষয়টিকে হালকা করে দেন। এর পরেও শুভেন্দু ১২, ১৪, ২১ ডিসেম্বর রাজ্যে বড় কিছু ঘটবে বলে দাবি করেছিলেন। আর ১২ ডিসেম্বর হাজরার সভায় বলেন, ‘‘১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না। এই রাজ্যের ধেড়ে ইঁদুরকে খাঁচার ওপারে যেতেই হবে।’’ আর একই মঞ্চে থাকা সুকান্ত বলেন, ‘‘শুভেন্দুদা তারিখ বলেছেন। আমি ওঁর মতো কোনও দিন বলতে চাই না। তবে বলতে চাই, সবার দিন আসবে। কেউ ছাড় পাবেন না।’’
শুভেন্দু এরপরে বৃহস্পতিবার ওন্দার একটি জনসভায় বলেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে বলেছিলাম, চোরেদের, ধেড়ে ইঁদুরদের, ডাকাতদের আমরা জেলে ঢোকাতে পারব। ডিসেম্বর না হোক, জানুয়ারিতে হবে। জেলে ঢুকতেই হবে ডাকাতদের!” শনিবার ‘সময় হয়ে গেছে’ বললেন, তবে আর নির্দিষ্ট সময় নয়।

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

4 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

4 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

4 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

4 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

4 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

4 months ago