রাজ্য

WB Job Recruitment: এবার Tet পরীক্ষা ছাড়াই শিক্ষক ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি

বর্তমানে এমনিতে স্কুল সার্ভিস এবং প্রাইমারী শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে উচ্চ আদালতের নির্দেশে জেরবার রাজ্যের শাসক দল । সাম্প্রতিক টেট কাণ্ডে পাহাড় প্রমাণ দুর্নীতি আড়াল করতে ঠিক কী করা উচিৎ বা কী করা উচিৎ নয় তা বুঝে উঠতে পারছে না এ রাজ্যের বর্তমান সরকার। তার ওপর দিনেরপর দিন লাগামহীন বেকারের সংখ্যার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় অতি সন্তর্পণে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধ পরিকর এ রাজ্যের সরকার। তবে আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অতিরিক্ত যোগ্যতাকে বাড়তি সুবিধা দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে জারি করা ওই বিজ্ঞপ্তি মারফৎ।
প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে—
১. এ ক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই ।
২. প্রথমে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।ওয়েবসাইট লিঙ্ক নিচে দেওয়া হবে।
৩. এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে আবেদনকারী প্রার্থীকে ইন্টারভিয়ের জন্য সংশ্লিষ্ট অফিসে নির্দিষ্ট দিনে এবং সময়ে হাজির থাকতে বলা হয়েছে
৪. ইন্টার্ভিউয়ের স্থান ও সময় নিম্নে দেওয়া হইলো ।

উল্লেখিত বায়োডাটাতে প্রার্থীকে নিম্নলিখিত বিষয়গুলি স্পষ্ট করে জানাতে হবে –
১. প্রার্থীর নাম
২. বয়স/ জন্ম তারিখ (AGE)
৩. লিঙ্গ (GENDER)
৪. ০১. ০১. ২০২২ অনুসারে প্রার্থীর বর্তমান বয়স উল্লেখ করতে হবে।
৫. শিক্ষাগত যোগ্যতা (EDUCATIONAL QUALIFICATION)
৬. এ ছাড়াও প্রার্থী যদি আগে শিক্ষাকতা করে থাকেন তাহলে পূর্ববর্তী কর্মস্থানের যাবতীয় তথ্য জানাতে হবে। যেমন—
a) . কোন সংস্থায় তিনি যুক্ত ছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরন দিতে হবে ।
b) . তিনি কোন বিভাগের শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন তাও জানাতে হবে ।
c). পূর্বে তিনি কত বেতন পেতেন তাও উল্লেখ করতে হবে ।
d) . কবে তিনি ওই কাজ থেকে অব্যহতি (retirement)নিয়েছেন তাও জানাতে হবে ।
e) . আবেদনকারীর বিরুদ্ধে কোনও প্রকার ফৌজদারি মামলা আছে কিনা তা পরিষ্কার করে উল্লেখ করতে হবে ।
f) . পূর্বের কর্মস্থানে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও অসামাজিক আচড়নের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তাও জানাতে হবে সংশ্লিষ্ট আবেদন ফর্মে
g) . আবেদনকারী যদি বর্তমানে ওই কাজে যুক্ত থাকেন কিংবা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে অব্যহতি নিয়ে থাকেন তাহলে আবেদন কারীর বর্তমান মাস মাইনা এবং পেনশনের(pension) পরিমাণ উল্লেখ করতে হবে
h) . এবার আবেদনকারীকে তার স্থায়ী ঠিকানার বিবরন দিতে হবে ( সেখানে আবেদনকারীকে ব্লক অথবা মহকুমা/ গ্রাম/ পুরসভা/পঞ্চায়েত উল্লেখ করতে হবে
i) . এবারে আবেদনকারীকে দিতে তার মোবাইল নম্বর এবং ইমেল আইডি
সব শেষে আবেদন ফর্মের একেবারে শেশের কলমে নিজের সই করে তা সংশ্লিষ্ট থিকানায় জমা করতে হবে।
নিয়োগকারী সংস্থার নাম—
শিক্ষক এবং অশিক্ষক কর্মী দুটি পদের জন্য নিয়োগ করবে রাজ্য স্কুল শিক্ষা দফতর তবে নিয়োগের বিষয়ে যাবতীয় তত্বাবধায়ক হিসাবে কাজ করছে বীরভূম জেলা প্রশাসন।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
উল্লেখিত দিনে / সময়ে ইন্টারভিয়ের সময় আবেদনকারীকে তার আবেদন ফর্মের সঙ্গে ভোটার কার্ড ,আঁধার কার্ড , এবং বয়স সহ শিক্ষাগত যোগ্যতা , সহ প্রত্যয়িত নকল জমা করতে হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে www.birbhum.gov.in

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

5 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

5 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

5 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

6 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

6 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

6 months ago