বিনোদন

Mimi Chakraborty: বাংলা ফিল্মের নায়িকাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তাতে সংসার চলে না: মিমি

2 রা ডিসেম্বর, শুক্রবার মুক্তি পেল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অভিনীত ফিল্ম ‘খেলা যখন’। ‘খেলা যখন’ একটি থ্রিলার ফিল্ম। ফিল্মটি পরিচালনা করেছেন অরিন্দম শীল (Arindam Shil)। ‘খেলা যখন’-এ মিমির বিপরীতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। প্রথমবার মিমি-অর্জুন জুটির আত্মপ্রকাশ ঘটেছিল ‘গানের ওপারে’-তে। বিখ্যাত এই ধারাবাহিক শেষ হয়ে গেলেও ‘গানের ওপারে’ জুটির রসায়ন দর্শকদের চোখে এখনও অনবদ্য।
তবে মিমি মনে করেন, কেরিয়ারের যে পর্যায়ে তিনি রয়েছেন, তাতে তাঁর ঘনিষ্ঠরা জানেন, তিনি কতটা পরিশ্রমী। বছরে একগুচ্ছ বাজে ফিল্মে অভিনয়ের তুলনায় একটি ভালো ফিল্মে অভিনয় করাই পছন্দ মিমির। পাশাপাশি তিনি মনে করেন, বক্স অফিসে ফিল্মের সঠিক ব্যবসা করাই জরুরী। এই কারণেই মিমি মনে করেন, কারও কথায় কান না দেওয়াই উচিৎ। কারণ জীবনটা তাঁর। চাবিকাঠি তাঁরই হাতে। প্রায় চার বছর আগে ‘খেলা যখন’-এর শুটিং শুরু হয়েছিল। কিন্তু দশ দিন শুটিংয়ের পর তা বন্ধ হয়ে যায়। পরিবর্তন হয় চিত্রনাট্য। তা হাতে পাওয়ার পর বুঝতে পারেন মিমি। কাস্টেও আসে পরিবর্তন। বারবার পরিবর্তনের ফলে মিমি শেষ অবধি অরিন্দমকে বলতে বাধ্য হয়েছিলেন, ফ্লোরে গেলেও তাঁর বিশ্বাস হবে না।
গত বছর অগস্ট মাসে ‘খেলা যখন’-এর শুটিং শেষ হওয়ার দেড় বছর পর ফিল্মটি মুক্তি পেল। ‘পোস্ত’-র পর আরও একবার এই ফিল্মে মিমিকে দেখা যাবে মায়ের চরিত্রে। তিনি মনে করেন, এই ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে পরীক্ষা-নিরীক্ষা করা যায়। এই কারণে তিনি কৃতজ্ঞ প্রযোজকের কাছে। মাত্র উনিশ-কুড়ি বছর বয়সে কেরিয়ার শুরু করলেও প্রথমেই সাতাশ-আঠাশ বছর বয়সী মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘বোঝে না সে বোঝে না’-য় ছিল বিপরীত মেরুর চরিত্র। পরিচালক-প্রযোজকরা বুঝতে পেরেছিলেন, মিমি ভার্সেটাইল।
অর্জুনের সাথে বেশ কয়েকটি কাজ করলেও তিনি মিমিকে ইন্সটাগ্রামে ফলো করেন না। তবু পর্দায় তাঁদের রসায়ন যথেষ্ট ভালো। একসময় মিমিই অবশ্য অর্জুনকে জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছিলেন, তাঁর কোনো সমস্যা আছে কিনা! কেন তিনি কথা বলেন না! এরপর অর্জুন মাঝেসাঝে মিমির সাথে আড্ডা দিতেন। তাও অবশ্যই আউটডোরে গেলে। ‘ধনঞ্জয়’-এর পর অরিন্দম শীলের সাথে ‘খেলা যখন’ মিমির দ্বিতীয় ফিল্ম। মিমির মতে, অরিন্দম যথেষ্ট মেথডিক্যাল পরিচালক। সেটে কোনোরকম চিৎকার করেন না। বাড়তি শট নেন না।
তিনি দেখেন, চিত্রনাট্যে তাঁর চরিত্র আদৌ গুরুত্ব পাচ্ছে কিনা! সহকর্মীর ভিত্তিতে চিত্রনাট্য বাছাই করেন না তিনি। বর্তমানে তাঁকে পাঁচ লক্ষ টাকা দিয়ে ফিল্মে অভিনয় করানোর ক্ষমতা কারও নেই। মিমির মতে, বাংলা ফিল্মের নায়িকাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তাতে সংসার চলে না। এই কারণেই ব্র্যান্ড এনডোর্সমেন্টের উপর ভরসা করেন মিমি। পশ্চিমবঙ্গে তিনিই সবচেয়ে বেশি সংখ্যায় ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন। পাশাপাশি সাংসদ হিসাবেও নিজের দায়িত্ব পালনের চেষ্টা করেন মিমি।

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

5 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

5 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

5 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

6 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

6 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

6 months ago