রাজনীতি

মমতার শাসন ‘উত্তর কোরিয়ার মতো’, মন্তব্য শুভেন্দুর! প্রকাশ করবেন ‘মিথ্যা মামলা’র তালিকা

শুভেন্দু অধিকারীর মন্তব্য রাজ্যে উত্তর কোরিয়ার মতন শাসন চলছে।বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ‘সৌজন্য’ সাক্ষাতের ৪৮ ঘণ্টার মধ্যে আরও এক বার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের বিরোধী দলনেতা নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে। রবিবার শুভেন্দুর অভিযোগ নন্দীগ্রামে একদলীয় কর্মসূচিতে গিয়ে, একের পর এক অসত্য মন্তব্যে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।শুভেন্দুর অভিযোগ নিয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূলও।রাজ্যের মন্ত্রী এবং পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দুর ‘প্রধান প্রতিপক্ষ’ অখিল গিরির মতে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে যাওয়াই রাজ্যের বিরোধী দলনেতার কাজ হয়ে দাঁড়িয়েছে।

শুভেন্দু নিজের নির্বাচনেকেন্দ্র নন্দীগ্রামের আমদাবাদ এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর সরাসরি সম্প্রচার শোনার কর্মসূচিতে রবিবার যোগ দিয়েছিলেন। তার বিরুদ্ধে বিধানসভা ভোটের পর থেকে তার বিরুদ্ধে ভুরি ভুরি মামলা করা হচ্ছে সেই নিয়েই তার অভিযোগ।সেই সঙ্গে বলেন, ‘‘আমার বিরুদ্ধে যত মামলা হয়েছে সেগুলি পুস্তিকা আকারে প্রকাশ করব মঙ্গলবার।’’

আগামী পাঁচই ডিসেম্বর মমতা দিল্লি সফরে যাবেন।শুভেন্দুর হুঁশিয়ারি, ‘‘শুনছি ৫ তারিখে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন। উনি পৌঁছনোর আগে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকলের জানা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ কোরিয়ার শাসকের মতো এখানে কী ভাবে শাসন চালাচ্ছেন।’ তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে নাকি মামলার তালিকা দিয়ে পুস্তিকা প্রকাশিত হবে ইংরেজি বাংলা হিন্দি ভাষায়।দ্রৌপদী, মোদী, ধনখড়, অমিতদের পাশাপাশি সব রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তিনি ওই পুস্তিকা পাঠাবেন বলে জানিয়েছেন শুভেন্দু। ৫ই ডিসেম্বর প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসছেন। সেই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকেউ আমন্ত্রণ জানানো হয়েছে।নবান্ন সূত্রে খবর, এই বৈঠকের পর আলাদা করে মমতা-মোদী মুখোমুখি আলোচনাও হতে পারে।

গত শুক্রবার বিধানসভায় শুভেন্দু মুখমন্ত্রীর ঘরে গিয়েছিলেন। তার সঙ্গে তিন বিজেপি বিধায়ক আরো ছিলেন।তার রেশ কাটতে অবশ্য দেরি হয়নি। শনিবার ঠাকুরনগরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন শুভেন্দু। সেই সুর বজায় রইল রবিবারও।

রাজ্যের কারামন্ত্রী অখিল শুভেন্দুর কথা শুনে মুখ খুলেছেন।তাঁর বক্তব্য, ‘‘ওঁর বিরুদ্ধে যা মামলা হয়েছে পুলিশ তার তদন্ত করছে। উনি কিন্তু মামলার জন্য জেলে যাননি। মামলা মিথ্যে না সত্যি তা পুলিশ তদন্ত করে দেখছে। উনি গা জোয়ারি করে যতই বলুন মিথ্যে মামলা হয়েছে, তা ঠিক নয়।’’তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার কথাও তুলে ধরেছেন অখিল। তাঁর অভিযোগ, ‘‘ভোটের পরে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে অনেককে জেলে পাঠানো হয়েছে। নন্দীগ্রামে একঝাঁক নেতা কর্মী হলদিয়ার জেলে বন্দি। খেজুরিতে মিথ্যে মামলা দিয়ে একাধিক মানুষকে জেলে পাঠিয়েছে। আর সব ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, এনআইএকে কাজে লাগানো হয়েছে। এমন মামলা করা হয়েছে যে সুপ্রিম কোর্টে গিয়েও জামিন পাচ্ছেন না আমাদের লোকজন।’’ অখিলের মতে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করাই শুভেন্দুর অভ্যাস।

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

6 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

6 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

6 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

6 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

6 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

6 months ago