অফবিট

রেশন কার্ডে বদলে গেল পদবী দত্তের বদলে “কুত্তা”!, প্রতিবাদের জেরে দুয়ারে সরকার শিবিরে গিয়ে ‘ঘেউ ঘেউ’ ডাক..

রেশন কার্ডের নাম ও পদবী ভুলের জেরে বারবার নাকানি চোবানি খেতে হচ্ছিল এক যুবককে। ভুল সংশোধনের জন্য একাধিকবার আবেদন করেছিল সে। প্রতিবারই কোনো না কোনো ভুল রয়ে যাচ্ছিল তার রেশন কার্ডে। শেষবার শ্রীকান্তি কুমার দত্ত নামের জায়গায় লেখা এসেছে ‘কুত্তা’। ‘দুয়ারে সরকার’ শিবিরে গিয়ে ক্ষোভ ও অপমানে প্রতিবাদ করলেন ওই যুবক। রাস্তায় জয়েন ভিডিওর গাড়ি দেখা মাত্রই তিনি রেশন কার্ড হাতে নিয়ে তাদের গাড়ি জানালার সামনে গিয়ে কুকুরের মতন রব করে বসলেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, দুয়ারে সরকার শিবিরে বাঁকুড়া টু ব্লকের ভিডিও বিমান কর এসেছিলেন। তিনি বসেছিলেন গাড়ির চালকের পাশের সিটে। শিবিরে ঢোকার মুখে হঠাৎই শ্রীকান্তের গাড়ির জানালা দিয়ে ঘেউ ঘেউ করে ওঠা দেখে তিনি খুবই হকচকিয়ে যান। প্রথমে তিনি বিষয়টা বুঝতে না পারায় জানতে চান তখন সেই যুবক তাকে ইশারায় রেশন কার্ডের দিকে দেখতে বলেন। তখনো সেই যুবক ঠিক একইভাবে গিয়েও কেউ শব্দ করে চলেন।

এই প্রতিবাদে যুবকটির কাজ হয়েছে। বিষয়টি বুঝতে পেরেই বি ডিও নিজে শ্রীকান্ত কে সাথে নিয়ে দুয়ারে শিবিরে যান। তৎক্ষণাৎ তিনি অন্যান্য কর্মী আধিকারীকে নির্দেশ দেন এই ভ্রম সংশোধন করে দেয়ার জন্য। সূত্রের মারফত জানা গেছে ,এই ঘটনার পরই তিনি সংশোধিত রেশন কার্ড পেয়েছেন।

এই ঘটনার সূত্রপাত ২০১৫ সালে।ডিজিটাল রেশন কার্ডের জন্য বাঁকুড়া-২ ব্লকের বিডিও অফিসে আবেদন জানান বাঁকুড়ার কেশিয়াকোল গ্রামের বাসিন্দা শ্রীকান্তি। সেই আবেদনের পর তিনি হাতের রেশন কার্ড নতুন পেয়েছিলেন । কিন্তু তাদের তার পদবী ভুল থাকায় তিনি আবার আবেদন জানান। পরেরবার তার নামে ভুল আসে। গত ১১ ই নভেম্বর রেশন কার্ড ডাউনলোড করতে গিয়ে দেখে তার নাম সংশোধন হলেও তার পদবী দত্তের জায়গায় ‘কুত্তা’ হয়ে গেছে। এরপর ১৬ ই নভেম্বর দুয়ারী সরকার শিবিরে ভিডিওর গাড়ি কে লক্ষ্য করে তিনি ঘেউ ঘেউ করতে থাকেন।এ নিয়ে বাংলা বিষয়ে স্নাতকোত্তর পাশ করা শ্রীকান্তি বলেন, ‘‘রেশন কার্ডে নাম এবং পদবির বানান সংশোধনের চক্করে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও লাভ হয়নি। এ বার দুয়ারে সরকার শিবিরে যাওয়ার পর ওই আধিকারিককে দেখে আমার এই প্রতিবাদের কথা মাথায় আসে।’’

বাঁকুড়া-২ ব্লকের বিডিও শুভব্রত চক্রবর্তী বলেন, ‘‘গত ১৬ নভেম্বর ওই যুবক ‘দুয়ারে সরকার’ শিবিরে তাঁর রেশন কার্ডে থাকা ভুল সংশোধন করার আবেদন জানিয়েছিলেন। তৎক্ষণাৎ তার ব্যবস্থা করা হয়েছে। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে রেশন কার্ডে থাকা অনিচ্ছাকৃত ভুল শুধরে নেওয়া হয়েছে।’’ শ্রীকান্তি বলছেন, ‘‘সরকার যখন আমাকে লিখিত ভাবে ‘কুত্তা’ পদবি দিয়েছে, তখন কুকুরের মতো শব্দ করেই প্রতিবাদ জানিয়েছি। তাতেই কাজ হয়েছে। যা এত দিনে সম্ভব হয়নি ওই ঘটনার পর দিনই তা সংশোধন হয়ে গেল।’’

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

6 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

6 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

6 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

6 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

6 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

6 months ago