বিজেপির কোর কমিটির তালিকায় স্থান পেলেন মিঠুন চক্রবর্তী, যুক্ত হয়েছে নতুন নাম, বাদ পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়!

গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। গত কয়েকদিনে স্বমহিমায় রাজনীতিতে যোগ দিয়েছেন এই অভিনেতা। অবশেষে রাজ্য বিজেপির কোর কমিটিতে স্থান পেলেন তিনি। একইসঙ্গে এদিন বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছে একাধিক নতুন ব্যক্তিত্ব।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বাংলায় দলীয় সংগঠনকে মজবুত করতে মরিয়া গেরুয়া শিবির। তবে সম্প্রতি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দলীয় কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। তবে এর মাঝেই বিজেপির কমিটির ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এবার সেই তালিকাতেই স্থান পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীই। তবে বাদ পড়েছেন রুপা গঙ্গোপাধ্যায়। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি তালিকা ঘোষণা করেন। সেখানে বিজেপির কোর কমিটিতে মোট ২৪ জন জায়গা পেয়েছেন। বিগত বেশ কয়েক বছরের তুলনায় এই সংখ্যাটি যথেষ্ট চমক দিয়েছে বলেই দাবি বিজেপি নেতৃত্বের। এক্ষেত্রে উক্ত কমিটিতে প্রাক্তনদের পাশাপাশি নব্যদেরও সমান সুযোগ দেওয়া হয়েছে।

ভারতীয় জনতা পার্টির ২৪ জনের কোর কমিটিতে ২০ জন সাধারণ সদস্যের পাশাপাশি চার জনকে আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকরা। তালিকার শীর্ষে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এরপর নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

তারপর রয়েছেন দিলীপ ঘোষ। নয়া কমিটিতে রাহুল সিনহাকে যেমন স্থান দেওয়া হয়েছে, আবার অপরদিকে নতুনদের মধ্যে স্থান দেওয়া হয়েছে শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক এবং জন বার্লা। একই সঙ্গে কমিটিতে রয়েছেন স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন।

বিজেপির কোর কমিটির তালিকা :
১. শুভেন্দু অধিকারী
২. সুকান্ত মজুমদার
৩. দিলীপ ঘোষ
৪. মিঠুন চক্রবর্তী
৫. রাহুল সিনহা
৬. নিশীথ প্রামাণিক
৭. শান্তনু ঠাকুর
৮. জন বার্লা
৯. দেবশ্রী চৌধুরী
১০. সুভাষ সরকার
১১. স্বপন দাশগুপ্ত
১২. অনির্বাণ গঙ্গোপাধ্যায়
১৩. মনোজ
১৪. অগ্নিমিত্রা পাল
১৫. দীপক বর্মন
১৬. লকেট চট্টোপাধ্যায়
১৭. জগন্নাথ চট্টোপাধ্যায়
১৮. অমিতাভ চক্রবর্তী
১৯. সতীশ ধন্ড
২০. জ্যোতির্ময় সিং
২১. সুনীল বনশল
২২. মঙ্গল পাণ্ডে
২৩. অমিত মালব্য
২৪. আশা লাকরা

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

6 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

6 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

6 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

6 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

6 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

6 months ago