Categories: বিনোদন

অকাট্য যুক্তি নিয়ে হাজির হলেন এক মিঠাই ভক্ত

এই সপ্তাহে টিআরপিতে দেখা যাচ্ছে ৮.২ পেয়ে বেঙ্গল টপার হয়েছে ধুলোকণা। স্লটলিড করার সাথে সাথে দীর্ঘ সময় পরে বঙ্গ সেরা হয়েছে এই ধারাবাহিক, এখন এই ধারাবাহিক যখন বঙ্গ সেরা হয়েছে তখন ধারাবাহিকে যে ট্রাক চলছিল তা হল অপরাধীদের পর্দা ফাঁস হচ্ছিলো। যেমন চান্দ্রেয়ী যে লালনের খুন করিয়েছে সেটা প্রমাণসহ ধরে ফেলে ফুলঝুরি, অন্যদিকে ধরা পড়ে শ্রীরূপাও, অপরদিকে দেখা যায় শ্রীরূপার কাছে থাকা চান্দ্রেয়ীর মেয়ে চড়ুইকে একটা হোটেল থেকে উদ্ধার করে আনছে শ্রীরূপার‌ই ছেলে। অন্যদিকে লালন যে জীবিত তেমনটাও দেখানো হচ্ছে। সব মিলিয়ে জমজমাট ট্রাক চলার জন্য বঙ্গ সেরা হয়েছে এই ধারাবাহিক।

তবে এই ধারাবাহিক বঙ্গ সেরা হতেই আবার পুরনো বিতর্ক উসকে উঠেছে। একটা সময় প্রায়ই বলা হত যে ধুলোকনা বিয়ে দেখিয়ে টপার হয়, তাই এই সপ্তাহে ধুলোকনা টপার হওয়ায় ধুলকনা ভক্তরা বলতে শুরু করেন, এই সপ্তাহে তো কারোর বিয়েই ছিল না তাহলে কি করে ধুলোকণা টপার হলো?

ধুলো কণা ভক্তরা পাল্টা বলতে শুরু করে যে ধুলো কণা নয় বরং মিঠাই বিয়ে দেখিয়ে বারবার টপার হয়। এই বক্তব্যের বিরোধিতা করে একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন যে ধুলোকনা কতবার বেঙ্গল টপার হয়েছে এবং তার মধ্যে কতবার বিয়ে দেখিয়েছে আর মিঠাই কতবার বেঙ্গল টপার হয়েছে আর তার মধ্যে কতবার বিয়ে দেখিয়েছে!

রীতিমতো ঐকিক নিয়মে অংক কষে ওই ব্যক্তি লেখেন “ধুলোকণা ৬ বার বেঙ্গল টপার হওয়ার বিপরীতে বিয়ের সপ্তাহ ছিল ৪ বার। অর্থাৎ বেঙ্গল টপার হয়েছে .৬৬%।
অন্যদিকে মিঠাই ৫৬ বার বেঙ্গল টপার হওয়ার বিপরীতে বিয়ের সপ্তাহ ছিল ২ বার(মিঠাই প্রথম বিয়ে, স্যান্ডির বিয়ে, নিপার বিয়েতে টপার হয়নি।) অর্থাৎ মিঠাই ৩%”।

এরপর ওই ব্যক্তি ক্যাপশনে আরো লেখেন, “অতিব পন্ডিত ব্যক্তিদের মস্তকে মগজ ঢোকানোর শেষ প্রচেষ্টা।”

Live Bengal Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

6 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

6 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

6 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

6 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

6 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

6 months ago