১৪ দিনের জেল হেফাজতে রাজু সাহানি, মিলেছে বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য

বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হালিশহর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান রাজুকে গ্রেফতার করেছে সিবিআই। রাজু সাহানির নামে থাকা বেশ কিছু বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। বৃহস্পতিবার দু’পক্ষের সওয়াল-জবাব শেষে রাজুকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক তরুণকুমার মণ্ডল। পুজোর ছুটির পর রাজুকে আগামী ১৫ই অক্টোবর আবার আদালতে হাজির করানো হবে।

এদিন রাজুকে আসানসোলে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম)-এর আদালতে হাজির করিয়ে জেল হেফাজতের আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই আদালতে আগেই জানিয়েছে, ওই তৃণমূল নেতার থাইল্যান্ড, হংকং ও ব্যাঙ্ককে নিজের সংস্থা রয়েছে। এছাড়া তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে সেখানে। সিবিআইয়ের আইনজীবী শিবেন্দ্র সচ্চন জানান, সে ব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ করা শুরু হয়েছে। নতুন তথ্য হাতে আসতে আরও বেশ কিছু সময় লাগবে।

পাশাপাশি গোয়েন্দারা রাজুর সঙ্গে চিটফান্ড-কান্ডে মূল অভিযুক্ত সৌম্যরূপ ভৌমিকের যোগসূত্রও খুঁজে পেয়েছেন। ইতোমধ্যে সৌম্যরূপকে পলাতক ঘোষণা করা হয়েছে। সিবিআই আইনজীবী শিবেন্দ্র বলেন, ‘‘বহু নথি উদ্ধার হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে। বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিভুক্ত ঠিকানা এবং সৌম্যরূপের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নথিভুক্ত ঠিকানা একই।’’

সিবিআইয়ের দাবি, এই তৃণমূল নেতা চিটফান্ডের টাকায় সুবিধা ভোগ করেছেন। এখনও পর্যন্ত যা টাকা উদ্ধার হয়েছে এবং ব্যাঙ্কের মাধ্যমে যে পরিমাণ টাকার লেনদেন হয়েছে, আয়কর দফতর থেকে পাওয়া তথ্যের সঙ্গে তার কোনও মিল নেই। তাছাড়া সিবিআই আইনজীবীর দাবি, সৌম্যরূপ পলাতক থাকার সময় তিনি রাজুর বাড়িতে গিয়েছিলেন। মোবাইল টাওয়ার লোকেশন দেখে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। এরপরই আগামী ১৪ দিন রাজুর জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

5 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

5 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

5 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

6 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

6 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

6 months ago