Categories: বিনোদন

সাহিত্যের চরিত্রকে ফুটিয়ে তুলতে সাদা চুল, মুখে বয়সের ছাপ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী

অবশেষে নিস্তব্ধতা ভাঙালেন অভিনেত্রী। হাতা খুন্তি সহযোগে সোজা ভাতের হোটেল নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন তিনি। বেশ কিছুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল যে অভিনেত্রী এই ধরনের কনটেন্টের কিছু নিয়ে আসতে চলেছেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটলো। সমস্ত রকম জল্পনা শিলমোহর দিলে অভিনেত্রী শুভশ্রী নিজেই। মিডিয়ার সূত্রের খবর খুব শীঘ্রই আসতে চলেছে জনপ্রিয় পরিচালক দেবালয় ভট্টাচার্য নির্মিত একটি ওয়েব সিরিজ। “ইন্দুবালা ভাতের হোটেল” নামক গল্পকে কেন্দ্র করে এই নামেই তৈরি হবে সেই ওয়েব সিরিজ। সেখানে মুখ্য চরিত্র অর্থাৎ ইন্দুবালার চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেত্রী শুভশ্রী কে।

আমরা সকলেই জানি “ইন্দুবালা ভাতের হোটেল” মূলত একটি বাংলা উপন্যাস। লেখক কল্লোল লাহিড়ী। জানা গিয়েছে কল্লোল লাহিড়ী লিখিত এই বাংলা উপন্যাস “ইন্দুবালা ভাতের হোটেল”এর উপর ভিত্তি করেই তৈরি হবে এই ওয়েব সিরিজটি। তবে এটাও ঠিক অভিনেত্রী শুভশ্রী এর আগে ওয়েব সিরিজের কোন কনটেন্ট এ কাজ করেননি। এই ইন্দুবালা চরিত্রের হাত ধরেই ওয়েব সিরিজ জগতে পদার্পণ করবেন অভিনেত্রী। আর সেই ওয়েব সিরিজের পোস্টার অভিনেত্রী ইতিমধ্যেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। আর তা দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অভিনেত্রী অনুরাগীরা। সমগ্র উপন্যাসটিতে ইন্দুবালার সম্পূর্ণ জীবনটি তুলে ধরা হয়েছিল। জানা গিয়েছে ওয়েব সিরিজটিতেও মুখ্য চরিত্র ইন্দুবালার ১৫ থেকে ৭৫ বছর বয়স তুলে ধরা হবে।

সম্পূর্ণ ওয়েব সিরিজটি তুলে ধরা হবে মূলত একটি মেয়ের জীবন সংগ্রাম। এক মাতাল পুরুষের সাথে তার বিবাহ। বিবাহিত জীবনেও অশান্তি দুঃখ। তারপর একে একে তিন সন্তানের মা হওয়া। আর সে তিন সন্তান নিয়ে অল্প বয়সেই বিধবা হওয়া। তারপর পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশ, সেদিনই ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়বে ইন্দুবালা ভাতের হোটেলে উনুনে। আর এই ওয়েব সিরিজে ছেনু মিত্তির লেনের ইন্দুবালা ভাতের হোটেল ছুঁয়ে থাকে এক টুকরো খুলনা আর ইন্দুবালার ভাতের হোটেলের ইতিহাস ফুটিয়ে তোলা। মূলত মন ভারী করা এই গল্প তুলে ধরতে চলেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত বড় পর্দায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে অভিনেত্রীর দুটি কাজ। “হাবজি গাবজি” আর “ধর্মযুদ্ধ”। যদিও দর্শক এই দুটি ছবিতে অভিনেত্রী চরিত্রকে ঠিক পছন্দ করেননি। মোটকথা এই দুটি সিনেমাতে অভিনেত্রীর অভিনয় দর্শকের মনে ধরেনি। কিন্তু আমরা সকলেই জানি, বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শুভশ্রী। তাই দর্শকও আশা করছেন যে ইন্দুবালা চরিত্রের হাত ধরে হয়তো অভিনেত্রী নিজের সে জনপ্রিয়তা আবার ফিরে পাবেন। অভিনেত্রী থেকে দর্শকের ঠিক কতটা চাওয়া রয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে দর্শকের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট। এবার শুধু এটাই দেখার যে অভিনেত্রী নিজের জনপ্রিয়তা ফিরে পেতে ঠিক কতটা সার্থক হন।

Live Bengal Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

4 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

4 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

4 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

4 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

4 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

4 months ago