Categories: খেলা

টি-টোয়েন্টি, কেন ১৯তম ওভারে ভুবনেশ্বরকে দিয়ে বল করালেন রোহিত? অস্ট্রেলিয়ার কাছে হারের পর প্রশ্ন ছুঁড়েছেন সমর্থকরা

দরকার হয়তো শামিকেই

গতকাল (মঙ্গলবার) অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত শর্মারা। এরপরই অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। একই ভুল বারংবার। এদিন ফের ভুবনেশ্বর কুমারকে ১৯ তম ওভারে বল করতে পাঠান রোহিত। অজিদের বিরুদ্ধে যাও জেতার আশা ছিল তাও নিভে যায়। কিন্তু কেন ভুবিকে ওই ওভারে বল করতে পাঠালেন অধিনায়ক? প্রশ্ন ছুঁড়ছেন সমর্থকরা।

এদিন ১৭ ওভারের শেষে জেতার জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৮ রান। এই অবস্থাতেও ভারত জিততে পারত। কিন্তু সেই আশা আর বাঁচিয়ে রাখেননি ভুবনেশ্বর। প্রথম বলটিই করন ওয়াইড। পরের তিন বল থেকে অস্ট্রেলিয়ার আসে আরও তিন রান। শেষ তিন বলে তিনটি চার মারেন ম্যাথু ওয়েড। এর ফলে এক ওভার থেকেই আসে ১৬ রান।

শেষ ওভারে লক্ষ্য মাত্রা দাঁড়ায় মাত্র ২ রান। শুধু তাই নয়, এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ওভারে একটিও উইকেট না নিয়ে ৫২ রান দেন ভুবি। ১৯তম ওভারে তাঁর বোলিং কতটা খারাপ, এশিয়া কাপের দু’টি ম্যাচের উদাহরণ দিলেই বোঝা যাবে।

সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। সেই ম্যাচে পাকিস্তানের জিততে ১২ বলে ২৬ দরকার ছিল। একটি ছয় এবং দু’টি চার-সহ সেই ওভারে ১৯ রান দেন ভুবনেশ্বর। সেই ওভারেই ম্যাচ বেরিয়ে যায়। শ্রীলঙ্কা ম্যাচেও সেই একই দৃশ্য। ওই ম্যাচে ১২ বলে শ্রীলঙ্কার জিততে দরকার ছিল ২১। ভুবি দিয়ে বসেন ১৪ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন ভুবনেশ্বর। আর মহম্মদ শামিকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচকদের এই সিদ্ধান্ত ব্যুমেরাং হতে পারে। নির্বাচকদের যুক্তি, টি-টোয়েন্টিতে আর ভাবা হচ্ছে না শামিকে। তাঁকে টেস্ট এবং এক দিনের ক্রিকেটের জন্য তৈরি রাখা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শামিরই থাকার কথা ছিল। শেষ মুহূর্তে কোভিড হয়ে যাওয়ায় দল থেকে ছিটকে যান বাংলার এই বোলার।

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

6 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

6 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

6 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

6 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

6 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

6 months ago