Categories: রাজনীতি

রাজ্য বিজেপিতে বদল, সুনীলের নীচে মঙ্গল এবং তারও নীচে মালব্য ও আশা

পদ খোয়ালেন অনুপম

সামনেই পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা নির্বাচন। পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন যে বিজেপির পাখির চোখ তা প্রমাণ হয়ে গেল। ভোটের আগেই রাজ্যের সংগঠন ঢেলে সাজানোর প্রক্রিয়ায় নতুন পদক্ষেপ করলেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। লক্ষ্য একটাই, আসন্ন লোকসভা নির্বাচন।

১০ ই আগস্ট রাজ্যের দায়িত্ব দেওয়া হয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলকে। তবে উত্তরপ্রদেশে দলকে সাফল্য দেওয়া সুনীলের হাতে বাংলা ছাড়াও ওড়িশা ও তেলঙ্গানার দায়িত্ব রয়েছে। এবার শুধু বাংলার জন্য পর্যবেক্ষক করে পাঠানো হল বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকে। এক সময়ে তিনি বিহারের রাজ্য সভাপতি ছিলেন। এখন সুনীলের পরেই রাজ্যের সংগঠনে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে দায়িত্বে থাকবেন এই বিজেপি নেতা।

এত দিন রাজ্যে সহ-পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন থাকা অমিত মালব্য। তাঁর উপর চাপ কমল। শুক্রবার সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বাংলার জন্য আরও এক জন সহ-পর্যবেক্ষক হিসাবে দলের সর্বভারতীয় সম্পাদক আশা লাকড়াকে নিয়োগ করেন। আশা শুধু সর্বভারতীয় নেতাই নন, রাঁচী পুরসভার মেয়রও। তিনিই হচ্ছেন রাজ্য বিজেপির প্রথম কোনও মহিলা সহ-পর্যবেক্ষক।

এছাড়া বাংলার এক বিজেপি নেতার দায়িত্ব কমিয়ে দিয়েছেন নড্ডা। প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বিজেপির জাতীয় সম্পাদক পদে থাকা অনুপম হাজরা এত দিন বিহারের সহ-পর্যবেক্ষক ছিলেন। শুক্রবার তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া সত্ত্বেও বিহারে সফর না করা এবং বাংলায় বিজেপিকে বার বার অস্বস্তি ফেলার কারণেই অনুপমের বিরুদ্ধে অনেক দিন ধরেই দলের মধ্যে অভিযোগ তৈরি হচ্ছিল। রাজ্য বিজেপির অনেকেই মনে করেছেন সেই কারণেই অনুপমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল।

এই মুহূর্তে বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রধান দায়িত্বে রয়েছেন সুনীল বনসল। সুনীলের নীচে মঙ্গল এবং তারও নীচে মালব্য এবং আশা। বিজেপিতে রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পদে থাকা অমিতাভ চক্রবর্তী একজন সহকারী পেয়েছেন। এছাড়া রাজ্যে দায়িত্বে এসেছেন গোয়ায় সাফল্য দেখানো সতীশ ধন্দ।

Live Bengal Digital Desk

Recent Posts

অভিনয়ের পাশাপাশি রয়েছে এই সকল গুণও, চিনুন ফুলকি খ্যাত দিব্যানিকে

জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’র শুটিং শুরু হয়েছে গত রবিবার থেকে। এই ধারাবাহিকের নায়িকা নবাগতা…

5 months ago

একটা সিনেমা করেই এত অহংকার! সোশ্যাল মিডিয়ায় ইধিকার ফ্যানদের ট্রোলের মুখে সৌমিতৃষা

গত ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধান। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটিতে দেবের বিপরীতে অভিনয়…

5 months ago

অভিনয়ে তো তুখোর তিনি ছিলেনই, কিন্তু পড়াশোনায় কেমন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত মিঠাই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।…

5 months ago

বহুজন ঐক্য মঞ্চের নেতা প্রশান্ত রায়ের উপর পুলিশি সন্ত্রাস! জানানো হলো প্রতিবাদ

বহুজন ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক, শিক্ষক ও সমাজ সংস্কারক প্রশান্ত রায়ের উপর তার বাড়িতে পুলিশি…

6 months ago

মেহেন্দির বিরুদ্ধে লড়াই করতে জগদ্ধাত্রী-কৌশিকীর সাহায্য করতে এলো তাদের এক পুরনো বন্ধু!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির…

6 months ago

বাস্তবের প্রেমই কি পর্দায় ফুটে উঠছে? সত্যিই কি একে অপরের সঙ্গে সম্পর্কে আছে জ্যাস-স্বয়ম্ভু?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"তে এবার রহস্যের ঘনঘটা বেড়েছে। জগদ্ধাত্রীর মৃত্যুর পরও তার ছোট বোন…

6 months ago